চ্যাম্পিয়ন্স লীগ টি-২০-তে পাকিস্তানের দলের ছাড়পত্র পাওয়া নিয়ে প্রতিবছরই একটা সমস্যা দেখা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী, চ্যাম্পিয়ন্স লীগে খেলার জন্য ভারত সরকারের ছাড়পত্র পাবে লাহোর লায়ন্স।
এখনও পর্যন্ত অবশ্য পিসিবি-র সঙ্গে এবিষয়ে কোনও কথা হয়নি বিসিসিআই-এর। পাক বোর্ডের এক কর্তা অবশ্য জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ খেলতে লাহোর লায়ন্স দলের রওনা হওয়ার কথা আগামী ৮ সেপ্টেম্বর। বিসিসিআই থেকে আমরা আমন্ত্রণপত্র পেয়েছি৷ টুর্নামেন্টে খেলার ব্যাপারে আশাবাদী আমরা।’