ইংল্যান্ড ফুটবল দলের নতুন অধিনায়ক হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েন রুনি।
আজ ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুনিকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন দলের কোচ রয় হজসন। সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হলেন রুনি।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৯৫ ম্যাচে ৪০ গোল করেছেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। এছাড়া দুই সপ্তাহ আগে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডেরও অধিনায়ক নির্বাচিত হন তিনি।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই ইংল্যান্ড দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়া লিভারপুল মিডফিল্ডার জেরার্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুনি। আগামী সপ্তাহে নিজ মাঠে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে শুরু করবেন রুনি।
ইংল্যান্ড দল:
গোলরক্ষক: ফ্রেসার ফস্টার, বেন ফস্টার ও জো হার্ট।
রক্ষণভাগ: লেইগটন বেইনস, গ্যারি চাহিল, কালাম চেম্বার্স, ফিল জ্যাগিয়েলকা, ফিল জোন্স ও ড্যানি রোজ জন স্টোন্স।
মাঝমাঠ: জ্যাক কোলব্যাক, ফ্যাবিয়ান ডেলফ, জর্ডান হেন্ডারসন, জেমস মিলনার, এ্যালেক্স অক্সালেড-চেম্বারলিয়ান, রাহিম স্টারলিং, এ্যান্দ্রোস টাউনসেন্ড ও জ্যাক উইলশায়ার।
আক্রমণভাগ: রিকি ল্যাম্বার্ট, ওয়েন রুনি, ড্যানিয়েল স্টুরিজ ও ড্যানি ওয়েলব্যাক।