শিরোনাম
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
লাল-সবুজ জার্সি পরে খেলাই বড় কথা
বাংলাদেশ ক্রিকেটের সব সময়কার সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডারও। অথচ নিষেধাজ্ঞার জন্য গত কয়েকমাস ছিলেন মাঠের বাইরে। তিন দিন আগে বিসিবি তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানোয় দলবদল করলেন গতকাল। নাম লেখান গাজী ট্যাংকে। শাস্তির মেয়াদ কমানোর পর এই প্রথম মুখোমুখি হলেন মিডিয়ার। সেখানে হাফ ছেড়ে বাঁচার কথা বললেন। জানালেন ফের বাংলাদেশের জার্সি পরে খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত। এজন্য ধন্যবাদও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
প্রিন্ট ভার্সন

দলবদল করতে পারবেন, খবরটি কখন শুনেন?
সাকিব : স্টেডিয়ামে সকালে গিয়েছিলাম কিছু কাজের জন্যে। সেখান থেকে ফেরার পথে সিইও সুজন ভাই ফোনে জানান অন্য ক্রিকেটারের মতো আমিও দলবদল করতে পারব। এমনকি চাইলে আজকেই(কাল) আমি দলবদল করতে পারব।
দলবদল করায় নিষেধাজ্ঞা কি পূর্ণতা পেল?
সাকিব : দলবদল করতে পেরে আমি খুশি। এজন্য অবশ্যই ধন্যবাদ জানাই বোর্ডকে। ধন্যবাদ জানাই তাদেরও, যারা সাহায্য করেছেন। একজন খেলোয়াড়ের জন্য এমন কঠিন সময় সহজ নয়। এমন বিপদে সাংবাদিক, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যবৃন্দ এবং অচেনা যারা সমর্থন যুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাল-সবুজ জার্সি পরে খেলা। সেটার সুযোগ পাওয়াতে ভালো লাগছে। ছোটবেলা থেকে বাংলাদেশের পক্ষে খেলার স্বপ্ন দেখতাম। সামনে যতদিন বাংলাদেশ দলের হয়ে খেলব, চেষ্টা করব দলের জন্য খেলতে।
ক্রিকেট ছাড়া জীবন...
সাকিব : এখন আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে কি করব, তাই নিয়েই ভাবতে চাই।
গাজী ট্যাংকে আপনার টার্গেট কি?
সাকিব : প্রথম টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। এজন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের দলের সবার ভালো খেলার সামর্থ্য রয়েছে। আমি মনে করি চ্যাম্পিয়ন হবার মতো দল গাজী ট্যাংক।
এবারের দলবদল এনজয় করলেন কেমন?
সাকিব : নিষেধাজ্ঞা কমানোর পর থেকেই অনেক রিল্যাক্স। যেহেতু বেশ বড় একটা যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, তাই স্বাভাবিকভাবেই খুশি। দলবদল করে আরও অনেক খুশি।
ঘরোয়া ক্রিকেটে সাকিবকে তার মতো করে পাওয়া যায় না...
সাকিব : প্রতিবারই চেষ্টা করি। আমার পক্ষে যতটুকু সম্ভব, সেভাবেই চেষ্টা করব এবার। সবার প্রত্যাশা পূরণে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা অধিনায়কত্ব- সবকিছুতেই চেষ্টা করব অন্যান্যবারের চেয়ে ভালো করতে।
দলবদলের জন্যে কি বোর্ডের সঙ্গে কথা হয়েছে?
সাকিব : বিষয়টি সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড না চাইলে আমি খেলতে পারতাম না। ওনারা যা ভালো মনে করেছে এবং আমার জন্যে যা ভালো হবে, সেটাই করেছে।
শোনা গিয়েছিল লটারিতে দলবদল করতে হবে আপনাকে। শোনার পর কেমন লেগেছিল?
সাকিব : সেটাতো অফিশিয়াল কোনো সিদ্ধান্ত ছিল না। এ বিষয়ে নো কমেন্ট। আমি মনে করি বোর্ড কখনই একজন খেলোয়াড়ের খারাপ চায়না। নিষেধাজ্ঞার জন্য যেহেতু পুলের অন্তর্ভুক্ত ছিলাম না, সেজন্য হয়তো জটিলতার সৃষ্টি হয়েছিল।
বাদলের দলে খেলার কারণটা কি?
সাকিব : স্বাভাবিকভাবে সবার একটা কমফোর্ট জোন থাকে। আমারও সে রকম। যদি ফুটবল দেখেন, দেখবেন সব খেলোয়াড়ই চায় তার পছন্দের দলে খেলতে। তবে সবসময় হয়তো তা হয়ে উঠে না। বেশির ভাগ খেলোয়াড়েরই ইচ্ছা পছন্দের দলে খেলা। আশা পূরণ না হলে অবশ্যই খারাপ লাগে।
এই বিভাগের আরও খবর