শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
গায়ক হতে চেয়েছিলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
জীবনে দু-এক ছত্র গানের কলি আওড়াননি, এমন কোনো লোক পাওয়া যাবে না বিশ্বে। কাজের ফাঁকে, মনের আনন্দে নানান স্থানে গান গেয়ে থাকেন নানানজন। এদের মধ্যে অনেকেই গায়ক হিসেবে প্রতিষ্ঠিত। অনেক ফুটবলারও ব্যান্ড গঠন করে নাম করেছেন বিশ্বে। সদ্য বিশ্বকাপ খেলা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক লেন্ডন ডনোভানতো রীতিমতো গায়ক। নেইমার কস্মিনকালে গান গেয়েছেন কিনা, সেটা জানা যায়নি। বলতে পারবেন না সতীর্থরাও। নিজেও স্বীকার করেছেন ভালো গান গাইতে পারেন না বলে। অথচ তিনিই স্পেনের জনপ্রিয় পত্রিকা মার্কাকে জানিয়েছেন, যদি ফুটবলার না হতেন, তাহলে গায়ক হতেন।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের মূল ভরসা ছিলেন নেইমার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন সেলেকাওদের পক্ষে। কলম্বিয়ার বিপক্ষে সেরা আটের লড়াইয়ে জুনিগার আঘাতে বিশ্বকাপ শেষ হয়ে যায় এই ব্রাজিলিয়ান তারকার। দীর্ঘ এক মাস রিহ্যাব অনুশীলন করে সুস্থ হয়ে যোগ দেন বার্সেলোনার ক্যাম্পে। একটি ম্যাচও খেলেন। এরপর আবার ইনজুরিতে পড়েন নেইমার। তাই লা লিগায় কবে মাঠে নামতে পারবেন, এখনো নিশ্চিত নয়। ইনজুরির জন্য বার্সার পক্ষে খেলতে না পারলেও স্প্যানিশ পত্রিকা মার্কাকে জানিয়েছেন, ‘আমি যদি ফুটবলার না হতাম, তাহলে অবশ্যই গায়ক হতাম।’ তবে নাচের কথাও বলেছেন। জানিয়েছেন, নাচে তার পারদর্শিতার কথা, ‘আমি নাচতে পারি। তবে সেগুলো ফুটবল মাঠে। আমি যখন সান্তোসে ছিলাম, তখন গোলের পর নাচতাম। নাচতে আমার ভালো লাগে। তবে সেগুলো সবই ফুটবল মাঠে।’
অনেকেই মনে করেন ব্রাজিলের ফুটবলের সঙ্গে সাযুজ্য রয়েছে স্প্যানিশ ফুটবলের। অনেকের আবার দ্বিমতও রয়েছে। তবে নেইমার বার্সেলোনার সঙ্গে ব্রাজিলিয়ানদের আÍার সম্পর্ক রয়েছে বলে মনে করেন, ‘বার্সেলোনায় আমার আগে আরও ব্রাজিলিয়ান ফুটবলার খেলেছেন। তারা এখনো ন্যু-ক্যাম্পের প্রতি আলাদা টান অনুভব করেন। আমি মনে করি যেই ব্রাজিলিয়ানই আসুক না কেন, সবাই এখানে এলে অদ্ভুত একটা সুখ অনুভব করেন।’ বার্সেলোনায় এ নিয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন নেইমার।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর