গত দুই-তিন মাস ধরে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নাটকের শেষ অধ্যায় রচিত হল কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপের দলবদলের শেষ দিনে কাল সাকিব নাম লেখান বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংকে। গত মৌসুমে সাকিব খেলেছিলেন কলাবাগান ক্রীড়া চক্রে। দলবদলের শেষদিনে আলোচিত মুখ ছিলেন জাতীয় দলের বর্তমান স্কোয়াডে থাকা অলরাউন্ডার জিয়াউর রহমান, ব্যাটসম্যান সাবি্বর রহমান রুম্মন, জুনায়েদ সিদ্দিকী, অলক কাপালি, রাকিবুল হাসানরা। কাল দলবদল করেছেন ৬৪ ক্রিকেটার। আগেরদিন করেছিলেন ৭০ জন। দুই ধাপে দলবদল করেছেন মোট ১৫১ ক্রিকেটার। প্রিমিয়ার ক্রিকেট শুরু হবে ১০ অক্টোবর।
দলবদল করে সাকিবকে দলভুক্ত করে ভীষণ উচ্ছ্বসিত বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংকের কর্ণধার লুৎফর রহমান বাদল, 'আমি ভীষণ খুশি ঘরে ছেলে ঘরে ফিরে আসায়। আমি তাকে নেওয়ার জন্য প্রথম ধাপে দুজন পুলের ক্রিকেটার নিয়েছিলাম। সাকিবকে দিয়ে পূর্ণ করলাম পুলের কোটা।' প্রিমিয়ার ক্রিকেটে গাজীকে এবার নেতৃত্ব দিবেন সাকিব। নিষেধাজ্ঞার জন্য প্রথম ধাপে পুলের কোটায় দলবদল করার কোনো সুযোগ পাননি বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। গত মঙ্গলবার তার নিষেধাজ্ঞার মেয়াদ কমায় বিসিবি। তাতেই সুযোগ হয় দলবদলে সুযোগ নেওয়ার। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, সাকিব দলবদল করতে পারবেন। তবে দ্বিতীয় ধাপের দলবদলের প্রথম দিন সিসিডিএম চেয়ারম্যান আ জ ম নাছির জানিয়েছিলেন, জটিলতার জন্য সাকিবের দলবদলের বিষয়টি ঠিক করবে বিসিবি। গতকাল বিসিবি আলোচনা করে দলবদল করার অনুমতি দেয় সাকিবকে। এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 'বিসিবি আলোচনা করেই সাকিবকে দলবদলে অংশ নেওয়ার অনুমতি দেয়। তবে সেই দলগুলোতে খেলতে পারবেন সাকিব, যারা পুলের কোটা পূরণ করেনি।'