সিলেটের হাজার হাজার ফুটবলপ্রেমী যে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অভিষেক ঘটল কাল সন্ধ্যায়। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল খরা ঘুচল সিলেটের। আর সেই ম্যাচে উন্মাতাল দর্শক-ঢলকে স্তব্ধ করে, বাকরুদ্ধ করে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ঢাকায় হারের প্রতিশোধ নিল নেপাল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় সুশীল কেসি।
সিলেটের লাখো ফুটবলপ্রেমী মানুষের জন্য প্রবল প্রতীক্ষিত এই ম্যাচটি বিকাল ৫টায় শুরুর কথা ছিল। কিন্তু বানের স্রোতের মতো দর্শকের ঢলে একপর্যায়ে খেলা মাঠে গড়ানো হয়ে পড়ে অনিশ্চিত। উন্মাতাল দর্শকস্রোতের চাপে ভেঙে যায় স্টেডিয়ামের দুটি প্রবেশপথ। হু-হু করে মাঠে ঢুকে পড়ে হাজার হাজার দর্শক। গ্যালারির ২৫ হাজার দর্শকের সঙ্গে যোগ হয় মাঠের ভিতরের প্রায় ১৫ হাজার দর্শক। চেষ্টা করেও মাঠের ভিতর দর্শক প্রবেশ ঠেকাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষমেশ বাধ্য হয়ে দর্শক নিয়ন্ত্রণের দিকেই মনোযোগ দেয় তারা। অনেক চেষ্টায় দর্শকদের মাঠের ভিতর সুশৃঙ্খলভাবে বসিয়ে শুরু হয় ম্যাচ। ততক্ষণে ম্যাচের বিলম্ব হয়ে গেছে ঘণ্টাখানেক। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দর্শকদের প্রবল গর্জনের সঙ্গে বাঁশি বাজে রেফারির। লাল-সবুজের পতাকায় সুশোভিত গ্যালারি থেকে তখন সুর উঠেছে ‘বাংলাদেশ! বাংলাদেশ!’
ম্যাচ শুরুর পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু উল্টো পথে চলতে থাকে নেপাল! গোল দেওয়া নয়, বরং গোল ঠেকানোর দিকেই মনোযোগ ছিল তাদের। সে জন্যই কিনা ডিফেন্সে গোলকিপারসহ আটজন এবং মাঝমাঠে তিনজন রেখে খেলতে থাকে নেপাল। তবে প্রচেষ্টা থেমে থাকেনি বাংলাদেশের স্ট্রাইকারদের। তাদের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে নেপালের ডিফেন্সকে। আক্রমণ করলেও গোলপোস্টের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলতে থাকেন বাংলাদেশের স্ট্রাইকাররা। ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে বাংলাদেশের ইউসুফ সিফাত বল নিয়ে যখন নেপালের ডিফেন্সকে পরাস্ত করে একা গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন অফ সাইড করে বসেন তকলিছ আহমদ। এরপর ৩৩ মিনিটে মিশু গোলপোস্টে জোরালো শট নিলেও ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপরও চেষ্টা করে গেছেন বাংলাদেশের স্ট্রাইকাররা। কিন্তু প্রথমার্ধে কাক্সিক্ষত সেই গোলের দেখা আর পায়নি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও নেপাল ডিফেন্সকে চেপে ধরে বাংলাদেশ। ৩ মিনিটেই একটি সহজ সুযোগ মিস করেন তকলিছ আহমদ। গোলরক্ষককে একা পেয়েও সোজা তার হাতেই বল তুলে দেন তকলিছ। ১৯ মিনিটে বাংলাদেশ দলের ওয়াহেদকে নামিয়ে আমিনুরকে তুলেন কোচ ডি ক্রুইফ। এরপর ২৪ মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করেন সোহেল রানা। ততক্ষণে ডিফেন্সের খোলস ভেঙে আক্রমণের চেষ্টায় নেপাল। সেই ফলও তারা পেয়ে যায় দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে। বাংলাদেশের ডিফেন্সের ভুলে রবিন শ্রেষ্ঠার পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় সুশীল কেসি। ১-০-তে এগিয়ে নেপালিরা উল্লাস শুরু করলে স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। এরপর ম্যাচে ছন্নছাড়া ফুটবলই খেলেছে দুই দল। এলোমেলো শট আর ভুল পাসের মহড়াই চলেছে তখন। গোল শোধের চেষ্টার বদলে অগোছালো ফুটবলই খেলেছে বাংলাদেশ। নেপাল দলও এ পর্যায়ে এসে আর ঝুঁকি নিতে যায়নি। ডিফেন্স রক্ষার দিকেই মনোযোগ দিয়ে খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা করেছে তারা। ঢাকায় বাংলাদেশের কাছে ১-০ গোলে হারার প্রতিশোধটা তাই শেষ পর্যন্ত সিলেটেই নিল তারা।
প্রিয় দলের জয় দেখার জন্য মাঠে আসা প্রায় ৪০ হাজার দর্শককে ব্যর্থ মনোরতেই ফিরতে হয়েছে শেষ অবধি।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
প্রীতি ম্যাচ
ঢাকায় জিতলেও সিলেটে হার
বাংলাদেশ ০ : ১ নেপাল
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর