সিলেটের হাজার হাজার ফুটবলপ্রেমী যে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অভিষেক ঘটল কাল সন্ধ্যায়। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল খরা ঘুচল সিলেটের। আর সেই ম্যাচে উন্মাতাল দর্শক-ঢলকে স্তব্ধ করে, বাকরুদ্ধ করে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ঢাকায় হারের প্রতিশোধ নিল নেপাল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় সুশীল কেসি।
সিলেটের লাখো ফুটবলপ্রেমী মানুষের জন্য প্রবল প্রতীক্ষিত এই ম্যাচটি বিকাল ৫টায় শুরুর কথা ছিল। কিন্তু বানের স্রোতের মতো দর্শকের ঢলে একপর্যায়ে খেলা মাঠে গড়ানো হয়ে পড়ে অনিশ্চিত। উন্মাতাল দর্শকস্রোতের চাপে ভেঙে যায় স্টেডিয়ামের দুটি প্রবেশপথ। হু-হু করে মাঠে ঢুকে পড়ে হাজার হাজার দর্শক। গ্যালারির ২৫ হাজার দর্শকের সঙ্গে যোগ হয় মাঠের ভিতরের প্রায় ১৫ হাজার দর্শক। চেষ্টা করেও মাঠের ভিতর দর্শক প্রবেশ ঠেকাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষমেশ বাধ্য হয়ে দর্শক নিয়ন্ত্রণের দিকেই মনোযোগ দেয় তারা। অনেক চেষ্টায় দর্শকদের মাঠের ভিতর সুশৃঙ্খলভাবে বসিয়ে শুরু হয় ম্যাচ। ততক্ষণে ম্যাচের বিলম্ব হয়ে গেছে ঘণ্টাখানেক। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দর্শকদের প্রবল গর্জনের সঙ্গে বাঁশি বাজে রেফারির। লাল-সবুজের পতাকায় সুশোভিত গ্যালারি থেকে তখন সুর উঠেছে ‘বাংলাদেশ! বাংলাদেশ!’
ম্যাচ শুরুর পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু উল্টো পথে চলতে থাকে নেপাল! গোল দেওয়া নয়, বরং গোল ঠেকানোর দিকেই মনোযোগ ছিল তাদের। সে জন্যই কিনা ডিফেন্সে গোলকিপারসহ আটজন এবং মাঝমাঠে তিনজন রেখে খেলতে থাকে নেপাল। তবে প্রচেষ্টা থেমে থাকেনি বাংলাদেশের স্ট্রাইকারদের। তাদের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে নেপালের ডিফেন্সকে। আক্রমণ করলেও গোলপোস্টের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলতে থাকেন বাংলাদেশের স্ট্রাইকাররা। ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে বাংলাদেশের ইউসুফ সিফাত বল নিয়ে যখন নেপালের ডিফেন্সকে পরাস্ত করে একা গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন অফ সাইড করে বসেন তকলিছ আহমদ। এরপর ৩৩ মিনিটে মিশু গোলপোস্টে জোরালো শট নিলেও ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপরও চেষ্টা করে গেছেন বাংলাদেশের স্ট্রাইকাররা। কিন্তু প্রথমার্ধে কাক্সিক্ষত সেই গোলের দেখা আর পায়নি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও নেপাল ডিফেন্সকে চেপে ধরে বাংলাদেশ। ৩ মিনিটেই একটি সহজ সুযোগ মিস করেন তকলিছ আহমদ। গোলরক্ষককে একা পেয়েও সোজা তার হাতেই বল তুলে দেন তকলিছ। ১৯ মিনিটে বাংলাদেশ দলের ওয়াহেদকে নামিয়ে আমিনুরকে তুলেন কোচ ডি ক্রুইফ। এরপর ২৪ মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করেন সোহেল রানা। ততক্ষণে ডিফেন্সের খোলস ভেঙে আক্রমণের চেষ্টায় নেপাল। সেই ফলও তারা পেয়ে যায় দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে। বাংলাদেশের ডিফেন্সের ভুলে রবিন শ্রেষ্ঠার পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় সুশীল কেসি। ১-০-তে এগিয়ে নেপালিরা উল্লাস শুরু করলে স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। এরপর ম্যাচে ছন্নছাড়া ফুটবলই খেলেছে দুই দল। এলোমেলো শট আর ভুল পাসের মহড়াই চলেছে তখন। গোল শোধের চেষ্টার বদলে অগোছালো ফুটবলই খেলেছে বাংলাদেশ। নেপাল দলও এ পর্যায়ে এসে আর ঝুঁকি নিতে যায়নি। ডিফেন্স রক্ষার দিকেই মনোযোগ দিয়ে খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা করেছে তারা। ঢাকায় বাংলাদেশের কাছে ১-০ গোলে হারার প্রতিশোধটা তাই শেষ পর্যন্ত সিলেটেই নিল তারা।
প্রিয় দলের জয় দেখার জন্য মাঠে আসা প্রায় ৪০ হাজার দর্শককে ব্যর্থ মনোরতেই ফিরতে হয়েছে শেষ অবধি।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
প্রীতি ম্যাচ
ঢাকায় জিতলেও সিলেটে হার
বাংলাদেশ ০ : ১ নেপাল
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর