খেলতে পারবেন না ড্যাসিং ওপেনার রোহিত। আঙ্গুলের ইনজুরির কারণে তিনি ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো মিস করছেন। এটা ভারতীয় দলের জন্য বড় একটা ধাক্কা। তবে সিরিজে ইতিমধ্যে ১-০-তে এগিয়ে রয়েছে ভারত। কিন্তু এই লিডকে 'লিড' হিসেবে দেখতে রাজি নন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেননা টেস্ট সিরিজেও ১-০-তে লিড নিয়েছিল ভারত, তারপর সিরিজ শেষে তা হয়ে গেল ১-৩। তাই ওয়ানডে সিরিজ নিয়ে অনেক বেশি সতর্ক মহেন্দ্র সিং ধোনি। অন্য ক্রিকেটাররাও ক্ষুধার্ত। জয়ের নেশায় টগবগ করছে ভারতীয় দল। আজ পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে নটিংহ্যামে। সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংলিশরা। কিন্তু ক্ষুধার্ত ভারতকে হারাতে পারবে কিনা? টেস্টের ভারত আর ওয়ানডের ভারত যে আলাদা দল তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে সফরকারীরা। বিশেষ করে সুরেশ রায়না ফেরায় মিডল অর্ডারের শক্তি অনেক গুণ বেড়ে গেছে। প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছেন তিনি। তা ছাড়া সিরিজ শুরুর আগেই ইংলিশদের ওয়ানডেতে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন রায়না। তৃতীয় ওয়ানডেতেও তার ব্যাট থাকবে ক্ষুধার্ত। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও হানা দিয়েছিল বৃষ্টি। আজও নটিংহ্যামে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া নিয়ে ভাবতে চান না ভারতীয় দলপতি ধোনি। তার চিন্তা একটাই, খেলা হলে জিততে হবে। তিনি কার্ডিফের ধারাবাহিকতা চান নটিংহ্যামেও। ধোনি বলেন, 'কার্ডিফে সব বিভাগেই ভালো খেলেছি আমরা। তবে ব্যাটিংয়ে আমাদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে। বোলিং বিভাগে সবাই ভালো করেছে। তাই বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটা যদি আরও ভালো হয় তবে ম্যাচ জয় নিয়ে চিন্তার কিছু থাকবে না। নটিংহ্যামেও ভালো ক্রিকেট খেলতে চাই আমরা। লিড ২-০ করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এ ম্যাচ জিততে পারলে সিরিজে পরাজয়ের আশঙ্কা আর থাকবে না, সিরিজ জয়টাও সহজ হয়ে যাবে।'