কয়েক দিন আগেই প্রসপার উৎসেয়ার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এখনো পরীক্ষার সম্মুখীন হননি। এরই মধ্যে বাজিমাত করে ফেললেন জিম্বাবুইয়ান এই অফ স্পিনার। কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। জিম্বাবুয়ের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন অ্যাডো ব্রান্ডিস, ১৯৯৭ সালে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩৫তম হ্যাটট্রিক এটি। স্পিনার হিসেবে তৃতীয়। এর আগে পাকিস্তানের সাকলাইন মুস্তাক ও বাংলাদেশের আবদুর রাজ্জাক হ্যাটট্রিক করেছেন।
হ্যাটট্রিকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন প্রসপার উৎসেয়া। মাত্র ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। উৎসেয়ার দিনে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। আগের ম্যাচেই যারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২৮ রানের পাহাড়সম টার্গেটে পৌঁছে গেছেন, এদিন তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ২৩১ রানেই অলআউট। মজার ব্যাপার হচ্ছে, কাল দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক মিলে ১৪২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু উৎসেয়ার দুর্দান্ত বোলিংয়েও ২৩১ রানেই প্যাকেট। কাল দক্ষিণ আফ্রিকার শেষ ৯ উইকেটের পতন ঘটে মাত্র ৫৩ রানের মধ্যে। এই সময়ের মধ্যে কোনো বাউন্ডারিও হয়নি। তবে আমলা এবং কক দুজনেই হাফসেঞ্চুরি করেছেন।
টানা তিন বলে তিন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক, রিলি রুশো এবং ডেভিড মিলারকে আউট করেন উৎসেয়া। কাল দারুণ বোলিং করেছেন জিম্বাবুয়ের অন্য বোলাররাও। ৪২ রানে তিন উইকেট নিয়েছেন জন নিউম্বু। দুই উইকেট নিয়েছেন টেন্ডাই চাটারা।