চলতি বছর কোনো গ্রান্ড স্ল্যাম শিরোপা না জিততে পারলেও সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার ফর্বসের শীর্ষ দশ টেনিস খেলোয়াড়ের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত তার আয় দাঁড়িয়েছে ৫৬.২ মিলিয়ন ডলারে। এর বেশির ভাগই অর্থাৎ ৪০ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে অংশগ্রহণ থেকে [ইনডোর্সমেন্ট]।
ফেদেরার এ বছর তিনটি শিরোপা জিতেছেন। এখন পর্যন্ত মোট ১৭টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন তিনি। ১৮তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে চলমান ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন ফেদেরার।
সম্প্রতি প্রকাশিত এ বছরের ফর্বসের শীর্ষ দশ ধনী টেনিস খেলোয়াড়ের তালিকায় পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পেনিশ খেলোয়াড় রাফায়েল নাদাল। বিশ্বের দুই নম্বর এ টেনিস তারকার উক্ত সময়ের মধ্যে আয়ের পরিমাণ পৌঁছেছে ৪৪.৫ মিলিয়ন ডলারে। এর মধ্যে স্পন্সর বাবদ তার উপার্জন ৩০ মিলিয়ন ডলার। কনুইয়ের ইনজুরির কারণে এ বছর ইউএস ওপেন খেলতে পারছেন না তিনি।
বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ। ফর্বসের ধনী টেনিস খেলোয়াড়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। জুলাই থেকে জুন মেয়াদে জোকোভিচের আয় দাঁড়িয়েছে ৩৩.১ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রাইজমানি বাবদ এসেছে ১২.১ মিলিয়ন ডলার। তিনি ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন।
আর রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। তবে উপার্জনের দিক দিয়ে মেয়েদের শীর্ষে আছেন তিনি। উল্লিখিত সময়ে শারাপোভার উপার্জন দাঁড়িয়েছে ২৪.৪ মিলিয়ন ডলারে। এর মধ্যে ইনডোর্সমেন্ট বাবদ এসেছে ২২ মিলিয়ন ডলার। আর চীনের লি না রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। তার আয়ের পরিমাণ ২৩.৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ইনডোর্সমেন্ট বাবদ এসেছে ১৮ মিলিয়ন ডলার। লি নাও ইনজুরির কারণে এ বছর ইউএস ওপেন খেলতে পারছেন না।
তবে মেয়েদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সেরেনা উইলিয়ামস আছেন ষষ্ঠ স্থানে। তার আয়ের পরিমাণ ২২ মিলিয়ন ডলার। এর মধ্যে অর্ধেকই এসেছে প্রাইজমানি বাবদ।
শীর্ষ ধনীর তালিকায় থাকা বাকিরা হচ্ছেন ব্রিটেনের অ্যান্ডি মারে [সপ্তম, আয় ১৯.১ মিলিয়ন ডলার]; ভিক্টোরিয়া আজারেঙ্কা [অষ্টম, আয় ১১.১ মিলিয়ন ডলার]; জাপানের উদীয়মান খেলোয়াড় কেই নিশিকোরি [নবম, আয় ১১ মিলিয়ন ডলার] এবং দশম স্থানে আছেন ডেনমার্কের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। তার আয়ের পরিমাণ ১০.৮ মিলিয়ন ডলার।