ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলে খেলতে আসছেন না ব্রাজিলের কিংবদন্তী তারকা ফুটবলার রোনালদিনহো। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষপর্যন্ত আইএসএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবর্তে খেলবেন মেক্সিকোর প্রথম ডিভিশন (লিগা এমএক্স) ক্লাব কুইরেতেরোর হয়ে। গতকাল ট্যুইটারে একথা ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়।
ট্যুইটারে কুইরেতেরো ক্লাব প্রধান অলিগ্যারিও ভাসকোয়েজ লেখেন, ‘ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে এখন থেকে তারকা রোনালদিনহো একজন গ্যালো (কুইরেতেরোর ফুটবলারদের এই নামেই ডাকা হয়)। ওর আসাতে দল অনেক বেশি শক্তিশালী হলো। সমর্থকরা ঠিক এটাই চেয়েছিলেন।’
কুইরেতেরোর স্পোর্টিং ডিরেক্টর অ্যাডোলফো রায়োস অবশ্য আগেই জানিয়েছিলেন, রোনালদিনহোকে পেতে ব্রাজিলে তারা প্রতিনিধি পাঠিয়েছেন। শেষ পর্যন্ত শুক্রবার এই ঘোষণার পর চেন্নাই টাইটেনস এবং ভারতের ফুটবলপ্রেমীদের হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় রইল না।