একদিনের ক্রিকেট ম্যাচে নতুন একটি রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। পঞ্চাশ ওভারের ম্যাচে একুশ শতকে (১ জানুয়ারি ২০০০ – বর্তমান) সবচেয়ে বেশি রান করেছেন এই বাহাঁতি ব্যাটসম্যান।
যদিও ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ১৮৪২৬ রান করে প্রথম তালিকায় আছেন ভারতের শচীন টেন্ডুলকার। তবে একুশ শতকে রান সংগ্রহের তালিকায় তিনি আছেন চতুর্থ অবস্থানে। তিনি করেছেন ৯৮৫৫ রান।
তালিকার প্রথম স্থান পাওয়া সাঙ্গাকারা এখন পর্যন্ত ৪০.১৩ গড়ে করেছেন ১২৮৪৪ রান। দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশী মাহেলা জয়াবর্ধনে । তিনি করেছেন ১০৯৯৫ রান। আর ১০৪৯৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
২০০০ সালের জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ওডিআই ম্যাচে অভিষেক হয় সাঙ্গাকারার। ১৯টি শতকের পাশাপাশি ৮৬টি অর্ধশতক রয়েছে তার ক্যারিয়ারে।