ঘড়ির কাঁটায় তখন ঠিক ১২টা ৪৪ মিনিট। বাংলাদেশের ফুটবলে উন্মুক্ত হলো নতুন দুয়ার। যে দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল মোনেম মুন্নাদের পর। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) অন্যতম ক্লাব অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। মোনেম মুন্নাদের পর যে ধারা বন্ধ হয়ে গিয়েছিল সেই ধারা আবারও ফিরিয়ে আনলেন মামুন। ঝাঁকড়া চুলের এই অ্যাটাকিং মিডফিল্ডার অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইএসএলের প্রথম আসরে সৌরভ গাঙ্গুলির দল অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সিতে মাঠ মাতাবেন।
গতকাল রাজধানীর উত্তরা ক্লাবের মনজুর কাদের সিনেপ্লেক্স অ্যান্ড কনভেনশন সেন্টারে মামুনুল ইসলাম মামুন ও অ্যাটলেটিকো ডি কলকাতার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় মামুনুলের বর্তমান ক্লাব লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাটলেটিকো ডি কলকাতার পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরের জন্য উপস্থিত ছিলেন ক্লাবের হেড অব মিডিয়া অনিলাভা চ্যাটার্জি, প্রদীপ জয়তি আগারওয়াল, পৃথ্বিরাজ দাস এবং সুব্রত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। তিনি বলেন, ‘মামুনুল অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলতে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কেবল ক্লাবের জন্যই নয়, পুরো দেশের জন্যই গৌরবের।’ তিনি আরও জানান, মামুনুল ফিফার কোড অব কন্ডাক্ট মেনে লোনে খেলতে যাচ্ছেন কলকাতায়। ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি আইএসএলে খেলবেন। এরপর ২২ ডিসেম্বর মামুনুল শেখ জামালে ফিরে আসবেন। অ্যাটলেটিকো ডি কলকাতার কর্মকর্তা আগারওয়াল বলেন, ‘লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের সেরা ফুটবলারকে আমাদের কাছে দিয়েছে। আমরা তার কাছ থেকে সেরা খেলাটাই দেখতে চাই।’ গৌরবজনক এই চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমার স্বপ্ন পূরণ হচ্ছে অবশেষে। বিশ্বের অনেক বড় বড় তারকাদের সঙ্গে খেলার সুযোগ পাব আমি। এই অভিজ্ঞতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে আসার পর এই অভিজ্ঞতা আমি ভাগ করে নিতে পারব সতীর্থদের সঙ্গে।’ দীর্ঘ দুই যুগ পর বিদেশি কোনো ক্লাবে খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো ফুটবলার।
মামুনুল অ্যাটলেটিকো ডি কলকাতায় যোগ দেবেন বাংলাদেশ এশিয়ান গেমস থেকে ফিরে আসার পর। এশিয়াডে তার নেতৃত্বেই অংশ নিচ্ছে বাংলাদেশ। এরপর সম্ভব হলে মামুন লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করতে যাবেন। অ্যাটলেটিকো ডি কলকাতার পুরো দল এখন স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হ্যাবাসের অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদে অনুশীলন করছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দল সেখানেই অনুশীলন করবে। এর মধ্যে মামুনুল জাতীয় দল থেকে ছুটি পেলে স্পেনে যাবেন। নাহলে তিনি কলকাতায়ই ক্লাবের অন্যান্যদের সঙ্গে যোগ দেবেন। এসব তথ্য জানিয়েছেন পৃথ্বিরাজ দাস। তিনি আরও জানান, সৌরভ গাঙ্গুলির দলে মোট ১৪ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি ফুটবলার রয়েছেন। প্রথম একাদশে ছয়জন বিদেশি এবং পাঁচজন দেশি ফুটবলার রাখার নিয়ম থাকছে আইএসএলে। বিদেশিদের মধ্যে আছেন স্প্যানিশ গ্রেট লুইস গার্সিয়া এবং ফার্নান্দেজ। গার্সিয়া বার্সেলোনা, লিভারপুল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন। ফার্নান্দেজ দীর্ঘদিন খেলেছেন রিয়াল মাদ্রিদে। এ ছাড়াও কলকাতায় মোট সাতজন ফুটবলার আছেন ভারতীয় জাতীয় দলের। ইন্ডিয়ান সুপার লিগ প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অক্টোবরে। আটটি দল এই লিগে অংশ নেবে। অ্যাটলেটিকো ডি কলকাতা ছাড়াও এই লিগে খেলবে চেন্নাই টাইটান, দিল্লি ডাইনামোস এফসি, এফসি গুয়া, এফসি পুণে সিটি, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো এফসি গুয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিশ্বকাপজয়ী ইতালিয়ান তারকা ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো খেলবেন দিল্লির জার্সিতে।
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের তার সমাপনী বক্তব্যে বলেছেন, ‘আমরা ফুটবলের উন্নয়নে কাজ করছি। আর ফুটবলের উন্নয়নের জন্য প্রয়োজন উপযুক্ত মাঠ। আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যেখানে পরিবেশের ক্ষতি হবে।’ তিনি সবাইকে ফুটবলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
অ্যাটলেটিকো কলকাতার সঙ্গে মামুনুলের চুক্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর