আমি খুশি। বলতে পারেন আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ার পর আবেগভরা কণ্ঠে কথাগুলো বললেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে বিদেশি কোনো ক্লাবে প্রথম খেলার সুযোগ পান কাজী সালাউদ্দিন। ১৯৭৬ সালে তিনি হংকং পেশাদার লিগ খেলেন। তবে সাড়া ফেলে দেন দেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। ১৯৯০-৯১ মৌসুমে তিনি ইস্টবেঙ্গলের পক্ষে কলকাতা ফুটবল লিগে অংশগ্রহণ করেন। একই বছরে আসলাম, রুমি, গাউস ইস্টবেঙ্গল। কায়সার হামিদ ও সাব্বির কলকাতা মোহামেডানের পক্ষে লিগ খেলেন। কিন্তু মুন্নার মতো কেউ সুনাম কুড়াতে পারেননি। ইস্টবেঙ্গলের শিরোপা জয়ের পেছনে সেবার মুন্নাই মুখ্য ভূমিকা রাখেন। সত্যি বলতে কি এর আগেও কলকাতা লিগে অনেক বিদেশি ফুটবলার খেলেছেন। কিন্তু মুন্নার মতো আলোড়ন তুলতে পারেননি কেউ। এত জনপ্রিয়তা পেয়েছিলেন যে এখনো তার ছবি ইস্টবেঙ্গল ক্লাবে টাঙানো আছে।
যাক মুন্নার পর দেশের আর কোনো ফুটবলারের বিদেশে লিগে খেলার সুযোগ মিলছিল না। প্রায় দুই যুগ পর মামুনুল বাইরে লিগে খেলার সুযোগ পাচ্ছেন। তাও আবার যে লিগে অনেক বিশ্ববিখ্যাত ফুটবলারের অংশ নেওয়ার কথা রয়েছে। সৌরভ গাঙ্গুলির দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন অ্যাটলেটিকো ডি কলকাতায়। অনেকের মধ্যে সংশয় ছিল আদৌ মামুনুল এত বড় আসরে খেলতে কিনা। সব সংশয় ও শঙ্কা দূর হয়ে গেছে গতকাল কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তির পর। চুক্তি সম্পন্ন হওয়ার পরই মামুনুল বললেন, আমি ভীষণ খুশি। আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি বলতে পারেন। এ জন্য তিনি শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, উনার অনুমতি না পেলে এত বড় লিগে খেলার সুযোগ হতো না। বেস্ট ইলেভেনে খেলার সুযোগ পাব কিনা তা নিয়ে চিন্তা করছি না। লিগে বড় বড় তারকারা অংশ নেবেন এখানে অনেক কিছু শেখার রয়েছে, অভিজ্ঞতাও সঞ্চয় করা যাবে। যা আমি দেশে কাজে লাগাতে পারব। ড্রেসিং রুমে অনেক নামকরা তারকারা থাকবেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাব। মুন্না ভাই ইস্টবেঙ্গলে খেলে মাঠ কাঁপিয়েছিলেন। আমাকে মাঠে নামালে অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি। আমি ভালো খেলতে পারলে বাংলাদেশের আরও খেলোয়াড়ের অফার আসবে। সুতরাং মাঠ কাঁপাতে না পারি অন্তত ভালো খেলে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব। সবাই যেন বলতে পারেন বাংলাদেশেও ভালো মানের ফুটবলার রয়েছে।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
আমার ক্যারিয়ারে বড় প্রাপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর