আমি খুশি। বলতে পারেন আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ার পর আবেগভরা কণ্ঠে কথাগুলো বললেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে বিদেশি কোনো ক্লাবে প্রথম খেলার সুযোগ পান কাজী সালাউদ্দিন। ১৯৭৬ সালে তিনি হংকং পেশাদার লিগ খেলেন। তবে সাড়া ফেলে দেন দেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। ১৯৯০-৯১ মৌসুমে তিনি ইস্টবেঙ্গলের পক্ষে কলকাতা ফুটবল লিগে অংশগ্রহণ করেন। একই বছরে আসলাম, রুমি, গাউস ইস্টবেঙ্গল। কায়সার হামিদ ও সাব্বির কলকাতা মোহামেডানের পক্ষে লিগ খেলেন। কিন্তু মুন্নার মতো কেউ সুনাম কুড়াতে পারেননি। ইস্টবেঙ্গলের শিরোপা জয়ের পেছনে সেবার মুন্নাই মুখ্য ভূমিকা রাখেন। সত্যি বলতে কি এর আগেও কলকাতা লিগে অনেক বিদেশি ফুটবলার খেলেছেন। কিন্তু মুন্নার মতো আলোড়ন তুলতে পারেননি কেউ। এত জনপ্রিয়তা পেয়েছিলেন যে এখনো তার ছবি ইস্টবেঙ্গল ক্লাবে টাঙানো আছে।
যাক মুন্নার পর দেশের আর কোনো ফুটবলারের বিদেশে লিগে খেলার সুযোগ মিলছিল না। প্রায় দুই যুগ পর মামুনুল বাইরে লিগে খেলার সুযোগ পাচ্ছেন। তাও আবার যে লিগে অনেক বিশ্ববিখ্যাত ফুটবলারের অংশ নেওয়ার কথা রয়েছে। সৌরভ গাঙ্গুলির দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন অ্যাটলেটিকো ডি কলকাতায়। অনেকের মধ্যে সংশয় ছিল আদৌ মামুনুল এত বড় আসরে খেলতে কিনা। সব সংশয় ও শঙ্কা দূর হয়ে গেছে গতকাল কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তির পর। চুক্তি সম্পন্ন হওয়ার পরই মামুনুল বললেন, আমি ভীষণ খুশি। আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি বলতে পারেন। এ জন্য তিনি শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, উনার অনুমতি না পেলে এত বড় লিগে খেলার সুযোগ হতো না। বেস্ট ইলেভেনে খেলার সুযোগ পাব কিনা তা নিয়ে চিন্তা করছি না। লিগে বড় বড় তারকারা অংশ নেবেন এখানে অনেক কিছু শেখার রয়েছে, অভিজ্ঞতাও সঞ্চয় করা যাবে। যা আমি দেশে কাজে লাগাতে পারব। ড্রেসিং রুমে অনেক নামকরা তারকারা থাকবেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাব। মুন্না ভাই ইস্টবেঙ্গলে খেলে মাঠ কাঁপিয়েছিলেন। আমাকে মাঠে নামালে অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি। আমি ভালো খেলতে পারলে বাংলাদেশের আরও খেলোয়াড়ের অফার আসবে। সুতরাং মাঠ কাঁপাতে না পারি অন্তত ভালো খেলে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব। সবাই যেন বলতে পারেন বাংলাদেশেও ভালো মানের ফুটবলার রয়েছে।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
আমার ক্যারিয়ারে বড় প্রাপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর