আমি খুশি। বলতে পারেন আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ার পর আবেগভরা কণ্ঠে কথাগুলো বললেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে বিদেশি কোনো ক্লাবে প্রথম খেলার সুযোগ পান কাজী সালাউদ্দিন। ১৯৭৬ সালে তিনি হংকং পেশাদার লিগ খেলেন। তবে সাড়া ফেলে দেন দেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। ১৯৯০-৯১ মৌসুমে তিনি ইস্টবেঙ্গলের পক্ষে কলকাতা ফুটবল লিগে অংশগ্রহণ করেন। একই বছরে আসলাম, রুমি, গাউস ইস্টবেঙ্গল। কায়সার হামিদ ও সাব্বির কলকাতা মোহামেডানের পক্ষে লিগ খেলেন। কিন্তু মুন্নার মতো কেউ সুনাম কুড়াতে পারেননি। ইস্টবেঙ্গলের শিরোপা জয়ের পেছনে সেবার মুন্নাই মুখ্য ভূমিকা রাখেন। সত্যি বলতে কি এর আগেও কলকাতা লিগে অনেক বিদেশি ফুটবলার খেলেছেন। কিন্তু মুন্নার মতো আলোড়ন তুলতে পারেননি কেউ। এত জনপ্রিয়তা পেয়েছিলেন যে এখনো তার ছবি ইস্টবেঙ্গল ক্লাবে টাঙানো আছে।
যাক মুন্নার পর দেশের আর কোনো ফুটবলারের বিদেশে লিগে খেলার সুযোগ মিলছিল না। প্রায় দুই যুগ পর মামুনুল বাইরে লিগে খেলার সুযোগ পাচ্ছেন। তাও আবার যে লিগে অনেক বিশ্ববিখ্যাত ফুটবলারের অংশ নেওয়ার কথা রয়েছে। সৌরভ গাঙ্গুলির দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন অ্যাটলেটিকো ডি কলকাতায়। অনেকের মধ্যে সংশয় ছিল আদৌ মামুনুল এত বড় আসরে খেলতে কিনা। সব সংশয় ও শঙ্কা দূর হয়ে গেছে গতকাল কলকাতার সঙ্গে চূড়ান্ত চুক্তির পর। চুক্তি সম্পন্ন হওয়ার পরই মামুনুল বললেন, আমি ভীষণ খুশি। আমার ফুটবল ক্যারিয়ারে বড় প্রাপ্তি বলতে পারেন। এ জন্য তিনি শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, উনার অনুমতি না পেলে এত বড় লিগে খেলার সুযোগ হতো না। বেস্ট ইলেভেনে খেলার সুযোগ পাব কিনা তা নিয়ে চিন্তা করছি না। লিগে বড় বড় তারকারা অংশ নেবেন এখানে অনেক কিছু শেখার রয়েছে, অভিজ্ঞতাও সঞ্চয় করা যাবে। যা আমি দেশে কাজে লাগাতে পারব। ড্রেসিং রুমে অনেক নামকরা তারকারা থাকবেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাব। মুন্না ভাই ইস্টবেঙ্গলে খেলে মাঠ কাঁপিয়েছিলেন। আমাকে মাঠে নামালে অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি। আমি ভালো খেলতে পারলে বাংলাদেশের আরও খেলোয়াড়ের অফার আসবে। সুতরাং মাঠ কাঁপাতে না পারি অন্তত ভালো খেলে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব। সবাই যেন বলতে পারেন বাংলাদেশেও ভালো মানের ফুটবলার রয়েছে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আমার ক্যারিয়ারে বড় প্রাপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর