পচা শামুকেও পা কেটে যায়। এটা খেয়াল রেখেই আজ চয়নদের লড়তে হবে। ওয়ার্ল্ড হকি লিগে জয় নয়, হংকংয়ের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে যাবে। তবে পারফরম্যান্স ও শক্তির তুলনা করলে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর কথা। বাংলাদেশ প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৩-২ গোলে পরাজিত করে। এই শ্রীলঙ্কা আবার গতকাল ৬-১ গোলে হংকংকে বিধ্বস্ত করেছে। সেক্ষেত্রে হংকংয়ের তো আজ উড়ে যাওয়ার কথা। না, প্রতিপক্ষকে হালকা চোখে দেখছেন না কোচ নাভেদ আলম। বললেন, যে কোনো খেলায় দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে হংকংকে আমরা যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামব। নাভেদ বলেন, আমাদের মনে রাখতে হবে ম্যাচ হারা মানেই পরবর্তী রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া। তখন গোল পার্থক্য শ্রীলঙ্কা সিঙ্গাপুরে খেলার সুযোগ পাবে। সুতরাং প্রতিপক্ষ হংকংয়ের শক্তি যায় থাকুক না কেন আমরা ম্যাচটিকে দারুণ গুরুত্ব দিচ্ছি।
ক্রিকেটে শ্রীলঙ্কা, ফুটবলে মানের দিক দিয়ে হংকংয়ের চেয়ে পিছিয়ে থাকলেও হকিতে বাংলাদেশ অনেক এগিয়ে। তারপরও শ্রীলঙ্কার সামনে কেন নার্ভাস হয়ে যায়- সেটাই প্রশ্ন। ২০০৬ সালে কলম্বোতে সাফ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ তামা জিততে ব্যর্থ হয়েছিল। এবারে এশিয়ান গেমস বাছাই পর্বে ফাইনালে ওমানকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে বসেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে সৌভাগ্যক্রমে বাংলাদেশ জয় পেয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক চয়ন বলেছিলেন, এবার আমরা শ্রীলঙ্কাকে ভালোভাবেই হারাতে পারব। জয় নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ কি প্রশংসা করার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছে? প্রায় তিন মাস ধরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলছে। পাকিস্তানি কোচ নাভেদ আলম জোর গলায় বলছেন, ছেলেদের অনুশীলনে তিনি সন্তুষ্ট। কিন্তু সন্তুষ্টির এই কি নমুনা। তিন মাস অনুশীলনে থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘাম ঝরিয়ে জিততে হয়। তাহলে এশিয়ান গেমসে করবে কি। সেখানে তো গ্রুপে লড়তে হবে দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপে দুর্বল সিঙ্গাপুরও আছে। এখন তো এই ম্যাচে কি করবে তা নিয়ে শঙ্কিত ক্রীড়ামোদীরা। শ্রীলঙ্কা গতকাল যে খেলা খেলেছে তাতে গোল সংখ্যা দশে ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকত না। বাংলাদেশ আজ হংকংয়ের বিপক্ষে ভয়ঙ্করী রূপ ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ওয়ার্ল্ড হকি লিগ
ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
শ্রীলঙ্কা ৬ : ১ হংকং
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর