পচা শামুকেও পা কেটে যায়। এটা খেয়াল রেখেই আজ চয়নদের লড়তে হবে। ওয়ার্ল্ড হকি লিগে জয় নয়, হংকংয়ের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে যাবে। তবে পারফরম্যান্স ও শক্তির তুলনা করলে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর কথা। বাংলাদেশ প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৩-২ গোলে পরাজিত করে। এই শ্রীলঙ্কা আবার গতকাল ৬-১ গোলে হংকংকে বিধ্বস্ত করেছে। সেক্ষেত্রে হংকংয়ের তো আজ উড়ে যাওয়ার কথা। না, প্রতিপক্ষকে হালকা চোখে দেখছেন না কোচ নাভেদ আলম। বললেন, যে কোনো খেলায় দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে হংকংকে আমরা যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামব। নাভেদ বলেন, আমাদের মনে রাখতে হবে ম্যাচ হারা মানেই পরবর্তী রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া। তখন গোল পার্থক্য শ্রীলঙ্কা সিঙ্গাপুরে খেলার সুযোগ পাবে। সুতরাং প্রতিপক্ষ হংকংয়ের শক্তি যায় থাকুক না কেন আমরা ম্যাচটিকে দারুণ গুরুত্ব দিচ্ছি।
ক্রিকেটে শ্রীলঙ্কা, ফুটবলে মানের দিক দিয়ে হংকংয়ের চেয়ে পিছিয়ে থাকলেও হকিতে বাংলাদেশ অনেক এগিয়ে। তারপরও শ্রীলঙ্কার সামনে কেন নার্ভাস হয়ে যায়- সেটাই প্রশ্ন। ২০০৬ সালে কলম্বোতে সাফ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ তামা জিততে ব্যর্থ হয়েছিল। এবারে এশিয়ান গেমস বাছাই পর্বে ফাইনালে ওমানকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে বসেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে সৌভাগ্যক্রমে বাংলাদেশ জয় পেয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক চয়ন বলেছিলেন, এবার আমরা শ্রীলঙ্কাকে ভালোভাবেই হারাতে পারব। জয় নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ কি প্রশংসা করার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছে? প্রায় তিন মাস ধরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলছে। পাকিস্তানি কোচ নাভেদ আলম জোর গলায় বলছেন, ছেলেদের অনুশীলনে তিনি সন্তুষ্ট। কিন্তু সন্তুষ্টির এই কি নমুনা। তিন মাস অনুশীলনে থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘাম ঝরিয়ে জিততে হয়। তাহলে এশিয়ান গেমসে করবে কি। সেখানে তো গ্রুপে লড়তে হবে দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপে দুর্বল সিঙ্গাপুরও আছে। এখন তো এই ম্যাচে কি করবে তা নিয়ে শঙ্কিত ক্রীড়ামোদীরা। শ্রীলঙ্কা গতকাল যে খেলা খেলেছে তাতে গোল সংখ্যা দশে ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকত না। বাংলাদেশ আজ হংকংয়ের বিপক্ষে ভয়ঙ্করী রূপ ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
ওয়ার্ল্ড হকি লিগ
ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
শ্রীলঙ্কা ৬ : ১ হংকং
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর