পচা শামুকেও পা কেটে যায়। এটা খেয়াল রেখেই আজ চয়নদের লড়তে হবে। ওয়ার্ল্ড হকি লিগে জয় নয়, হংকংয়ের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে যাবে। তবে পারফরম্যান্স ও শক্তির তুলনা করলে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর কথা। বাংলাদেশ প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৩-২ গোলে পরাজিত করে। এই শ্রীলঙ্কা আবার গতকাল ৬-১ গোলে হংকংকে বিধ্বস্ত করেছে। সেক্ষেত্রে হংকংয়ের তো আজ উড়ে যাওয়ার কথা। না, প্রতিপক্ষকে হালকা চোখে দেখছেন না কোচ নাভেদ আলম। বললেন, যে কোনো খেলায় দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে হংকংকে আমরা যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামব। নাভেদ বলেন, আমাদের মনে রাখতে হবে ম্যাচ হারা মানেই পরবর্তী রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া। তখন গোল পার্থক্য শ্রীলঙ্কা সিঙ্গাপুরে খেলার সুযোগ পাবে। সুতরাং প্রতিপক্ষ হংকংয়ের শক্তি যায় থাকুক না কেন আমরা ম্যাচটিকে দারুণ গুরুত্ব দিচ্ছি।
ক্রিকেটে শ্রীলঙ্কা, ফুটবলে মানের দিক দিয়ে হংকংয়ের চেয়ে পিছিয়ে থাকলেও হকিতে বাংলাদেশ অনেক এগিয়ে। তারপরও শ্রীলঙ্কার সামনে কেন নার্ভাস হয়ে যায়- সেটাই প্রশ্ন। ২০০৬ সালে কলম্বোতে সাফ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ তামা জিততে ব্যর্থ হয়েছিল। এবারে এশিয়ান গেমস বাছাই পর্বে ফাইনালে ওমানকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে বসেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে সৌভাগ্যক্রমে বাংলাদেশ জয় পেয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক চয়ন বলেছিলেন, এবার আমরা শ্রীলঙ্কাকে ভালোভাবেই হারাতে পারব। জয় নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ কি প্রশংসা করার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছে? প্রায় তিন মাস ধরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলছে। পাকিস্তানি কোচ নাভেদ আলম জোর গলায় বলছেন, ছেলেদের অনুশীলনে তিনি সন্তুষ্ট। কিন্তু সন্তুষ্টির এই কি নমুনা। তিন মাস অনুশীলনে থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘাম ঝরিয়ে জিততে হয়। তাহলে এশিয়ান গেমসে করবে কি। সেখানে তো গ্রুপে লড়তে হবে দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপে দুর্বল সিঙ্গাপুরও আছে। এখন তো এই ম্যাচে কি করবে তা নিয়ে শঙ্কিত ক্রীড়ামোদীরা। শ্রীলঙ্কা গতকাল যে খেলা খেলেছে তাতে গোল সংখ্যা দশে ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকত না। বাংলাদেশ আজ হংকংয়ের বিপক্ষে ভয়ঙ্করী রূপ ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ওয়ার্ল্ড হকি লিগ
ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
শ্রীলঙ্কা ৬ : ১ হংকং
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর