স্টেফি গ্রাফ, মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট লয়েড, বিলি জিং কিং মহিলা টেনিসে কিংবদন্তি। এদের পাশে নাম লিখেছেন অনেক আগেই। ইউএস ওপেনের ফাইনালে ওঠে সেরেনা উইলিয়ামসের সামনে এখন ১৮ নম্বর গ্র্যান্ডস্লামের হাতছানি। ইউএস ওপেনে ষষ্ঠ শিরোপা জিততে মাত্র একধাপ বাকি সেরেনার। এই স্বপ্ন অর্জনের বাধা প্রিয় বান্ধবী ডেনমার্কের ক্যারোলিন ওঝনিয়াকি। ইউএস ওপেনের মহিলা ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসে শিরোপা জিতেছেন ভারতের সানিয়া মির্জা-ব্রুনো সুয়োরেজ জুটি। মিক্সড ডাবলসে সানিয়া-সুয়ারেজ জুটি ৬-১, ২-৬ ও ১১-৯ গেমে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাবিগেইল স্পিয়ার্স ও মেক্সিকাের সান্তিয়াগো গঞ্জালেসকে। সানিয়া এর আগে স্বদেশী মহেশ ভুপাতিকে সঙ্গী করে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসের শিরোপা জিতেছিলেন।