অস্ট্রেলিয়ার টি-২০ দলের নেতৃত্ব ছাড়লেন জর্জ বেইলি। আগামী বছর দেশের মাটিতে ওয়ানেড বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানােলন অজি অধিনায়ক। পাশাপাশি অ্যারন ফিঞ্চকে তার জায়গায় যোগ্য মনে করেন তিনি।
দেশের হয়ে কোনও ম্যাচ খেলার আগেই ২০১২-র জানুয়ারিতে বেইলির হাতে টি-২০ দলের নেতৃত্বভার তুলে দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যা নিয়ে কম বিতর্ক হয়নি।
২৮টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর দায়িত্ব ছাড়লেন বেইলি। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলবেন না তিনি। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে এখনই অবসর নেওয়ার ইচ্ছে নেই ৩২ বছর বয়সি অজি ব্যাটসম্যানের।
মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন বেইলি। দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারের পর টি-২০ নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৪৪টি ওয়ানডে ম্যাচে দু’টি সেঞ্চুরিসহ ১৭৭২ রান করেছেন বেইলি।