ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ওয়ানে স্বাগতিক হংকংকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান জুবায়ের নিলয়।
আজ বিকেল সাড়ে তিনটায় মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।