ফ্লাশিং মেডোয় মহিলা ডাবলসে চ্যাম্পিয়ন একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা। ফাইনালে মার্টিনা হিঙ্গিস ও ফ্ল্যাভিয়া পেনেত্তা জুটিকে (২-৬,৬-৩,৬-২) সেটে হারিয়ে ট্রফি জিতে নেয় এ জুটি।
এবার প্রথম সেট জিতেও খেতাব জিততে পারল না হিঙ্গিস-পেনেত্তা জুটি৷ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরে পঞ্চম বাছাই রাশিয়ান জুটি। তৃতীয় সেটেও আধিপত্য বজার রেখে খেতাব জিতে নেন মাকারোভ-ভেসনিনা। ১২ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রত্যাবর্তণ ঘটে ৩৩ বছর বয়সি হিঙ্গিসের। শেষবার ২০০২-এ অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন সুইস তারকা৷ সেমিফাইনালে সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন হিঙ্গিস-পেনেত্তা।