৭ উইকেটে ৪৮৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই ৭ সাত উইকেটের পাঁচটিই তাইকুল ইসলামের দখলে। বাংলাদেশ প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে।
আজ সোমবার শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। খেলা শুরুর পরপরই এই ম্যাচে বাংলাদেশের ডেব্যুটেন্ট স্পিনার তাইজুল ইসলাম ঝলক দেখিয়েছেন। খেলা মাঠে গড়ানোর কিছু সময় পরই বাংলাদেশ শিবিরে তিনি হাসি ফুটিয়েছেন ক্রেইগ ব্রার্থহোয়াইটকে সাজঘরে ফিরিয়ে। দলীয় ৪২২ এবং ব্যক্তিগত ২১২ রানে মমিনুল হকের হাতে ধরা পড়েছেন ব্রার্থহোয়াইট। দলীয় ৪৫১ রানে জারমেইন ব্লাকউডকে এলবিডব্লিউ আউট করেন পেসার রুবেল হোসেন। দলীয় ৪৬৬ রানে অধিনায়ক দিনেশ রামদিন রুবেলের হাত ক্যাচ দিয়ে এই ম্যাচে তাইজুলের চতুর্থ শিকারে পরিণত হয় স্বাগতিকদের অধিনায়ক। এরপর জেরোমে টেইলরকে আউট করেন তাইজুল। দলীয় ৪৭৯ রানে সপ্তম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিস ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে।
এর আগে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের খেলা। প্রথম ২ দিনে বাংলাদেশী বোলারদের হতাশ করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। শনিবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের খেলায় ব্রার্থহোয়াইটের ডাবল সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪০৭ রান করেছিল স্বাগতিকরা। রবিবার আবার সেখান থেকেই শুরু করেছে তারা। আগের দিনের ২ অপরাজিত ব্যাটসম্যান চন্দরপাল (৫১ রান) ও ক্রিগ ব্রার্থহোয়াইট (২০৫ রান) ব্যাটিংয়ে নেমেছেন রবিবার রাতে। তবে তাইজুলের নৈপুণ্যে তৃতীয় দিনের খেলার শুরুতেই সফলতার মুখ দেখেছে বাংলাদেশ।