হঠাৎ লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাট। বন্ধ হয়ে যায় ইলেকট্রনিক স্কোরবোর্ড। জেনারেটরের ব্যবস্থা নেই। গরমে প্রেসবক্সে থাকা সাংবাদিকদের ওঠে যায় নাভিশ্বাস! মাঠেও যাচ্ছেতাই খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে বিরক্তিকর এক পরিস্থিতি। কিন্তু আধা ঘণ্টা পরই পাল্টে যায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের চিত্র। পাল্টে দেন হাসান যুবায়ের নিলয়, দুর্দান্ত এক গোল করে। টপ টপ করে শরীর ঘামছে ঠিকই, কিন্তু মনের ভিতর দিয়ে বয়ে যায় আনন্দবন্যা। তারপর একে একে টানা তিন গোল করে হ্যাটট্রিক করে ফেলেন নিলয়। হংকংকে ৩-১ গোলে হারিয়ে হকি ওয়ার্ল্ড লিগের প্রথম পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-২ গোলে জয়, কাল হংকংয়ের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজরা। কিন্তু বাংলাদেশের খেলায় মন ভরেনি পাকিস্তানি কোচ নাভিদ আলমের। কাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘এমন ম্যাচ দেখে খুশি হওয়ার কথা নয়। আমরা অনেক দিন পরিশ্রম করেছি। কিন্তু খেলোয়াড়রা এই টুর্নামেন্টের দুই ম্যাচে নিজেদের সামর্থ্যরে শতভাগ দিতে পারেনি। দুই ম্যাচে জয় পেলেও আমি মনে করি, ওরা নিজেদের সামর্থ্যরে ৬০ ভাগ খেলতে পেরেছে। তবে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই জয় পেয়ে ভালোই হয়েছে।’
প্রথম দিকে বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছিল, চয়নরা যেন ভারত কিংবা পাকিস্তানের মতো বড় দলের সঙ্গে খেলছে। নিজেদের ভুলের কারণে ‘পুঁচকে’ হংকংকে তারা বানিয়েছিল কঠিন প্রতিপক্ষ। অথচ একদিন আগে এই হংকং লঙ্কানদের বিরুদ্ধে পাত্তাই পায়নি। কোচও তাই মনে করছেন, ‘আমার বিশ্বাস ছিল, বাংলাদেশ অন্তত ৬-৭ গোলে জিতবে।’ কিন্তু গোল বেশি না হওয়ার জন্য কোচের প্ল্যানকেই দায়ী করেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন। তিনি বলেন, ‘কোচের প্ল্যানই ছিল এমন যে আমরা সরাসরি গোলে হিট করব না। সে জন্যই গোল কম হয়েছে। যেহেতু আসল লক্ষ্য এশিয়ান গেমস, আর সেখানে আমাদের খেলতে সবাই অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে তো চাইলেও সরাসরি হিটে গোল করতে পারব না। তাই কোচের এই প্ল্যান।’
বাংলাদেশ মাঠে কার বিরুদ্ধে খেলেছে, কেমন খেলেছে- সেটা দর্শকের কাছে বড় বিষয় নয়, চ্যাম্পিয়ন হয়েছে- এতেই খুশি তারা। তাই তো ম্যাচ শেষে কয়েকশ দর্শকই চিৎকার করে আনন্দ প্রকাশ করেন। খুশি হয়েছেন ম্যাচের হ্যাটট্রিক ম্যান হাসান যুবায়ের নিলয়ও। সেটা তো হওয়ারই কথা! আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের দ্বিতীয় হ্যাটট্রিক বলে কথা! ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপে ঢাকায় প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন জুম্মন লুসাই ইরানের বিপক্ষে। নিজের অনুভূতি জানাতে গিয়ে নিলয় বলেন, ‘ভালো লাগছে। এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। দেশের জন্য কিছু করতে পারলে ভালোই লাগে। তবে আমার টার্গেট এশিয়ান গেমসে ভালো করা।’ নিলয়ের হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন পুস্কর খিসা মিমোর সহায়তায়। খেলার ২৯ মিনিটে বাম পাশ থেকে রিভার্স হিট করেন মিমো। গতির বল স্ট্রিক দিয়ে হালকা পুশ করে নিলয় বল পাঠিয়ে দেন হংকংয়ের জালে। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। ৪৬ মিনিটে মিলোর হিট থেকে বল পেয়ে যান সাওয়ান। সঙ্গে সঙ্গেই হিট, পরে গতি পরিবর্তন করে দেন চয়ন। তারপর প্রতিপক্ষের বিপদ সীমানায় বল পেলে গোল করতে ভুল করেননি নিলয়। ৫৫ মিনিটে নিলয়ের হ্যাটট্রিক গোলটি অসাধারণ। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ হিটে গোল। ৫১ মিনিটে একটি গোল অবশ্য পরিশোধ করেছেন হংকংয়ের অধিনায়ক চ্যাং কা হো। দুই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করে সর্বোচ্চ গোলদাতা নিলয়। সমান ম্যাচে চার গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লঙ্কান খেলোয়াড় প্রিয়লঙ্কা। সেরা গোলরক্ষক অসীম গোপ।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ওয়ার্ল্ড হকি লিগ
বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন
বাংলাদেশ ৩ : ১ হংকং
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর