হকি ওয়ার্ল্ড লিগের প্রথম রাউন্ডে কাল হংকংকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পরও শিষ্যদের খেলায় মন ভরেনি কোচ নাভিদ আলমের। হংকংয়ের বিরুদ্ধে জয়ের পর তিনি বলেন, 'আমার বিশ্বাস ছিল, হংকংয়ের বিরুদ্ধে অন্তত ৬-৭টি গোল হবে। কিন্তু তা হলো না। আমাদের আসল দুর্বলতা বল নিয়ন্ত্রণে রাখতে না পারা। এ ছাড়া আরও কিছু জায়গায় সমস্যা আছে। তবে আমি বলব এই লিগে বাংলাদেশের খেলোয়াড়রা তাদের সামর্থ্যের ৬০ ভাগ প্রদর্শন করতে পেরেছে। যেহেতু আমাদের আসল টার্গেট এশিয়ান গেমস, তবে সেখানে অবশ্যই শতভাগ উজাড় করে দিয়ে খেলতে হবে। সেখানে আমাদের প্রতিপক্ষ সবাই অনেক শক্তিশালী।' কোচ বলেন, 'এটা ছিল আমাদের এশিয়ান গেমসের প্রস্তুতি টুর্নামেন্ট। এর আগে আমরা তিন মাস কঠোর অনুশীলন করেছি। এখানকার ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে এশিয়ান গেমসে আমরা নতুনভাবে শুরু করব। তবে এশিয়ান গেমসে আরও ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।'
তবে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নাভিদ আলম। তিনি বলেন, 'এখানে অনেক উদীয়মান তারকা আছে। কৌশিক ও হাসান প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছে। ওদের খেলা দেখে আমার ভালো লেগেছে।' ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ থাকলেও হংকংয়ের বিরুদ্ধে আরও বড় জয় আশা করেছিলেন অধিনায়ক মামুনুর রহমান চয়নও। তিনি বলেন, 'জয়ের ব্যবধানটা বড় হলে ভালো লাগত। এর চেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা অনেক ভালো খেলেছি।' নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কিনা? এমন প্রশ্নে অধিনায়ক বলেন, 'এই লিগে আমাকে বেশি হিট করিনি। অন্যদের সুযোগ দিতেই এমন পরিকল্পনা ছিল।'
হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে, ১৭-২৫ জানুয়ারি।