ভিসেন্ট দেল বস্ক দলে তরুণদের এনেও স্পেনের ভাগ্য বদলাতে পারেননি। অন্যদিকে হজসন রুনিকে নেতৃত্ব দিয়েও স্বস্তি পাচ্ছেন না। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর স্পেন এবং ইংল্যান্ড দুই দলই নিজেদের খুঁজে ফিরছে। দিন কয়েক আগেই প্রীতি ম্যাচে ফরাসিদের কাছে হেরেছে স্পেন (১-০)। তবে এবার আর প্রীতি ম্যাচ নয়। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে স্থান পাওয়ার জন্য লড়াইয়ে নামছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। বাছাই পর্বে আজ সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হচ্ছে মেসিডোনিয়ার। ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়িয়েছে উয়েফা। ১৬ দলের পরিবর্তে এখন ইউরোতে হবে ২৪ দলের লড়াই। বিশ্বকাপের মতো নকআউট পর্বে খেলত ১৬টি দল। এ কারণে এবার জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডসের মতো ফেবারিটদের পাশাপাশি অন্যদের সম্ভাবনাও থাকছে। নয়টি গ্রুপে মোট ৫৩টি দল বাছাই পর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে প্রতি গ্রুপের সেরা দুই দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টে সবচেয়ে এগিয়ে থাকা দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাকি আট দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্লে-অফ। এখান থেকে আরও চারটি দল চূড়ান্ত পর্বে যোগ দেবে। স্বাগতিক ফ্রান্সসহ মোট ২৪টি দল খেলবে এবার। গতকাল থেকে শুরু হওয়া ইউরো বাছাই পর্ব শেষ হবে ২০১৫ সালের ১৭ নভেম্বর। ২০১৬ সালের ১০ জুন শুরু হবে ফুটবলের দ্বিতীয় আকর্ষণীয় টুর্নামেন্ট। দলের সংখ্যা বাড়ার ফলে সুবিধা হয়েছে ফেবারিটদের। সি গ্রুপে স্পেন খেলবে ইউক্রেন, স্লোভাকিয়া, বেলারুশ, মেসিডোনিয়া এবং লুক্সেমবার্গের সঙ্গে। দুর্ঘটনায় পড়লে অন্তত দ্বিতীয় স্থানে থেকে হলেও চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকবে স্পেনের। ইংলিশদের গ্রুপে অবশ্য কঠিন প্রতিপক্ষরা আছে। ইংল্যান্ড ও সুইজারল্যান্ড ছাড়াও ই গ্রুপে খেলবে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া এবং স্যান মারিনো। আজ বাছাই পর্বে মাঠে নামছে রাশিয়া-লিচেনস্টেইন, অস্ট্রিয়া-সুইডেন, ইউক্রেন-স্লোভাকিয়া, এস্তোনিয়া-স্লোভেনিয়া।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ইউরো বাছাই পর্ব
মাঠে নামছে স্পেন ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর