ভিসেন্ট দেল বস্ক দলে তরুণদের এনেও স্পেনের ভাগ্য বদলাতে পারেননি। অন্যদিকে হজসন রুনিকে নেতৃত্ব দিয়েও স্বস্তি পাচ্ছেন না। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর স্পেন এবং ইংল্যান্ড দুই দলই নিজেদের খুঁজে ফিরছে। দিন কয়েক আগেই প্রীতি ম্যাচে ফরাসিদের কাছে হেরেছে স্পেন (১-০)। তবে এবার আর প্রীতি ম্যাচ নয়। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে স্থান পাওয়ার জন্য লড়াইয়ে নামছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। বাছাই পর্বে আজ সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হচ্ছে মেসিডোনিয়ার। ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়িয়েছে উয়েফা। ১৬ দলের পরিবর্তে এখন ইউরোতে হবে ২৪ দলের লড়াই। বিশ্বকাপের মতো নকআউট পর্বে খেলত ১৬টি দল। এ কারণে এবার জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডসের মতো ফেবারিটদের পাশাপাশি অন্যদের সম্ভাবনাও থাকছে। নয়টি গ্রুপে মোট ৫৩টি দল বাছাই পর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে প্রতি গ্রুপের সেরা দুই দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টে সবচেয়ে এগিয়ে থাকা দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাকি আট দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্লে-অফ। এখান থেকে আরও চারটি দল চূড়ান্ত পর্বে যোগ দেবে। স্বাগতিক ফ্রান্সসহ মোট ২৪টি দল খেলবে এবার। গতকাল থেকে শুরু হওয়া ইউরো বাছাই পর্ব শেষ হবে ২০১৫ সালের ১৭ নভেম্বর। ২০১৬ সালের ১০ জুন শুরু হবে ফুটবলের দ্বিতীয় আকর্ষণীয় টুর্নামেন্ট। দলের সংখ্যা বাড়ার ফলে সুবিধা হয়েছে ফেবারিটদের। সি গ্রুপে স্পেন খেলবে ইউক্রেন, স্লোভাকিয়া, বেলারুশ, মেসিডোনিয়া এবং লুক্সেমবার্গের সঙ্গে। দুর্ঘটনায় পড়লে অন্তত দ্বিতীয় স্থানে থেকে হলেও চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকবে স্পেনের। ইংলিশদের গ্রুপে অবশ্য কঠিন প্রতিপক্ষরা আছে। ইংল্যান্ড ও সুইজারল্যান্ড ছাড়াও ই গ্রুপে খেলবে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া এবং স্যান মারিনো। আজ বাছাই পর্বে মাঠে নামছে রাশিয়া-লিচেনস্টেইন, অস্ট্রিয়া-সুইডেন, ইউক্রেন-স্লোভাকিয়া, এস্তোনিয়া-স্লোভেনিয়া।
শিরোনাম
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
- ৮৪ বছর পর বেজমেন্টে মিলল নাৎসি ইতিহাসের নথি
- নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
- সিলেটে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতা কারাগারে
- ‘তোমার চোখের পানি দেখেনি কেউ’, কোহলির অবসরে আনুশকা
ইউরো বাছাই পর্ব
মাঠে নামছে স্পেন ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর