ওয়ালটন স্মার্ট টিভি ১২তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী দিনে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সেনাবাহিনীর শরিফুল ইসলাম। দেশের আলোচিত অ্যাথলেট নৌবাহিনীর মেজবাহ আহমেদ ২১.৪২ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে দ্বিতীয় হন। মহিলা ২০০ মিটার স্প্রিন্টে ২৫.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন নৌবাহিনীর শিরিন আক্তার। ২৫.৮০ সেকেন্ডে দ্বিতীয় হন সেনাবাহিনীর সামছুন নাহার চুমকি। মহিলা ১০০ মিটার হার্ডলসে প্রথম হয়েছেন সেনাবাহিনীর জেমসিন আক্তার। পুরুষ হাই জাম্পে প্রথম হন সেনাবাহিনীর মো. সোহেল। লং জাম্পে মহিলা ইভেন্টে প্রথম হন বিকেএসপির আইরিন আক্তার। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর আলমগীর প্রথম হন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধীরেন শিকদার।