দুর্বল সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স এর আগে স্পেনকে হারালেও এদিন সার্বিয়ার সঙ্গে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় জুভেন্টাস তারকা পল পগবার গোলে এগিয়ে যায় ফরাসিরা। প্রথমার্ধে আর কোন গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দু’দলই বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে খেলার ৮০ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা খেলোয়াড় আলেকজেন্ডার কোলারবের অসাধারণ এক ফ্রি কিকে সমতায় ফেরে সার্বিয়া। পরে খেলার বাকি সময় আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।