উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত রবিবার ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে জোয়াকিম লোর শিষ্যরা। জার্মানি জিতলেও হেরে গেছে পর্তুগাল। রোনালদোহীন পর্তুগিজরা আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে।
রবার্তো লিওয়ান্দোভস্কি কেবল ক্লাবেই নন, জাতীয় দলেও তারকা। এর প্রমাণ তিনি আরও একবার দিলেন গত রবিবার রাতে। জিব্রালটারকে ৭-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। এর মধ্যে চারটা গোলই করেছেন লিওয়ান্দোভস্কি! তিনি ৫০, ৫৩, ৮৬ ও ৯০ মিনিটে গোল করেছেন। এছাড়াও গ্রসিকি দুটি ও জুকালা একটি গোল করেছেন। এই বিশাল জয়ে ডি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে পোলিশরা। তবে সমান পয়েন্ট রয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং জার্মানিরও। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হলে শীর্ষ দুইয়ে থাকতে হবে জার্মানিকে। গত রবিবার জার্মানরা ভাগ্যক্রমে বেঁচে গেছে। স্কটিশদের বিপক্ষে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেছেন থমাস মুলার। এদিকে পর্তুগালের জন্য বিপদ সঙ্কেত দিয়ে দিল আলবেনিয়ানরা। নিজেদের মাটিতে পর্র্তুগিজরা হেরে গেছে অখ্যাত দলটার কাছে। আলবেনিয়ার পক্ষে গোল করেছেন বালাজ। এই পরাজয়ের ফলে পর্তুগাল অবস্থান করছে আই গ্রুপের তালিকায় সবার নিচে। এই গ্রুপে ড্যানিশরা সবার উপরে। গত রবিবার ডেনমার্ক ২-১ গোলে হারিয়েছে আরমেনিয়াকে। এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হলে সামনের সাতটা ম্যাচে জয় নিশ্চিত করতে হবে পাওলো বেন্তোর শিষ্যদের।
এদিকে এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা গ্রিস। রুমানিয়ার কাছে ১-০ গোলে হেরেছে গ্রিকরা। জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে হাঙ্গেরি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং নেদারল্যান্ডস। আজ্জুরিদের প্রতিপক্ষ আজ নরওয়ে। নেদারল্যান্ডস খেলতে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। বসনিয়া খেলবে সাইপ্রাসের সঙ্গে। ক্রোয়েশিয়া মুখোমুখি হচ্ছে মাল্টার।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
জার্মানির জয়ের দিনে পর্তুগালের হার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর