উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত রবিবার ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে জোয়াকিম লোর শিষ্যরা। জার্মানি জিতলেও হেরে গেছে পর্তুগাল। রোনালদোহীন পর্তুগিজরা আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে।
রবার্তো লিওয়ান্দোভস্কি কেবল ক্লাবেই নন, জাতীয় দলেও তারকা। এর প্রমাণ তিনি আরও একবার দিলেন গত রবিবার রাতে। জিব্রালটারকে ৭-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। এর মধ্যে চারটা গোলই করেছেন লিওয়ান্দোভস্কি! তিনি ৫০, ৫৩, ৮৬ ও ৯০ মিনিটে গোল করেছেন। এছাড়াও গ্রসিকি দুটি ও জুকালা একটি গোল করেছেন। এই বিশাল জয়ে ডি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে পোলিশরা। তবে সমান পয়েন্ট রয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং জার্মানিরও। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হলে শীর্ষ দুইয়ে থাকতে হবে জার্মানিকে। গত রবিবার জার্মানরা ভাগ্যক্রমে বেঁচে গেছে। স্কটিশদের বিপক্ষে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেছেন থমাস মুলার। এদিকে পর্তুগালের জন্য বিপদ সঙ্কেত দিয়ে দিল আলবেনিয়ানরা। নিজেদের মাটিতে পর্র্তুগিজরা হেরে গেছে অখ্যাত দলটার কাছে। আলবেনিয়ার পক্ষে গোল করেছেন বালাজ। এই পরাজয়ের ফলে পর্তুগাল অবস্থান করছে আই গ্রুপের তালিকায় সবার নিচে। এই গ্রুপে ড্যানিশরা সবার উপরে। গত রবিবার ডেনমার্ক ২-১ গোলে হারিয়েছে আরমেনিয়াকে। এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হলে সামনের সাতটা ম্যাচে জয় নিশ্চিত করতে হবে পাওলো বেন্তোর শিষ্যদের।
এদিকে এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা গ্রিস। রুমানিয়ার কাছে ১-০ গোলে হেরেছে গ্রিকরা। জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে হাঙ্গেরি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং নেদারল্যান্ডস। আজ্জুরিদের প্রতিপক্ষ আজ নরওয়ে। নেদারল্যান্ডস খেলতে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। বসনিয়া খেলবে সাইপ্রাসের সঙ্গে। ক্রোয়েশিয়া মুখোমুখি হচ্ছে মাল্টার।
শিরোনাম
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
- ভরাডুবির ভয়ে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি : দুদু
জার্মানির জয়ের দিনে পর্তুগালের হার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর