পাকিস্তান ক্রিকেট ফের বড় ধরনের চোট খেল। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন দেশটির জাতীয় ক্রিকেট দলের এক নম্বর অফ স্পিনার সাঈদ আজমল। আজ আইসিসির পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না অ্যাকশন ঠিক করতে পারবেন ততদিন আজমল আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট চলাকলীন তার অ্যাকশন নিয়ে রিপোর্ট দিয়েছিল আম্পায়াররা। এরপর ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে আইসিসির টিমের সামনে পরীক্ষা দিতে হয়েছে আজমলকে। এই পরীক্ষার ভিত্তিতেই তার অ্যাকশন অবৈধ বলে জানাল আইসিসি।
পাকিস্তানের হয়ে ৩৫ টেস্টে ১৭৮টি উইকেট নিয়েছেন আজমল। ১১১টি একদিনের ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৮৩টি উইকেট। দেশের হয়ে ৬৩টি টি-২০ ম্যাচে ৮৫টি উইকেট পেয়েছেন এই পাক অফস্পিনার।
২০০৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ হয় সাঈদ আজমলের। ওই বছরই তার বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু পার্থে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিয়ে তখনকার মত ক্লিনচিট পেয়েছিলেন তিনি। কিন্তু এবার আইসিসির সামনে সরাসরি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলেন আজমল।