ভারতের ব্যাটিং দেবতাখ্যাত লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের ঝুলিতে জমতে যাচ্ছে আরেকটি সম্মাননা। এবার ‘ব্রাডম্যান’ সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। শচীনের সঙ্গে এ খেতাব পেতে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও।
ব্রাডম্যান ফাউন্ডেশন থেকে এ খেতাব দেওয়ার জন্য শচীন এবং স্টিভ ওয়াহকে নির্বাচিত করা হয়েছে। ২৯ অক্টোবর তাদেরকে এ সম্মাননা দেওয়া হবে।
ব্রাডম্যান ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়, ‘ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে ২৯ অক্টোবর শচীন ও ওয়াহকে দাওয়াত দেওয়া হবে। সেখানেই তাদের এ পুরস্কারে ভূষিত করা হবে।’ অনুষ্ঠানটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।