টেস্টে এক অধিনায়ক। ওয়ানডে অন্যজন। এমন উদাহরণ ভূরি ভূরি। দুই অধিনায়কের তালিকায় রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার নাম। এসব দেশের টেস্ট, ওয়ানডে, এমনকি টি-২০ ক্রিকেটেও অধিনায়ক ভিন্ন। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক। টেস্টে টাইগারদের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমই প্রথম পছন্দ বিসিবির। ওয়ানডেতে কয়েকজনের নাম থাকলেও রেসে এগিয়ে মাশরাফি বিন মর্তুজা।
দুই অধিনায়ক নিয়োগের বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেন গত ২৬ আগস্ট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল যখন ব্যর্থ হচ্ছিল, তখন মিডিয়ায় দুই অধিনায়ক মনোনয়ন দেওয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিষয়টি বিসিবির বলে দূরত্ব বজায় রাখেন, ‘অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত বিসিবির। মুশফিক দেশ সেরা ব্যাটসম্যান। তাকে চাপমুক্তভাবে সেরাটা খেলতে দেওয়াই উচিত।’ অন্যদিকে ব্যর্থতার ক্যারিবীয় সফর শেষে দেশে ফিরে মুশফিকও বিষয়টি বোর্ডের বলে জানান, ‘অধিনায়ক নিয়োগের বিষয়টি বোর্ডের। দলের জন্য যা ভালো হবে, সেটাই করবেন। আমি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিব।’ মুশফিকের মন্তব্য দুই অধিনায়ক নিয়োগের বিষয়টিকে স্পষ্ট করেছে আরও বেশি করে। ২০১১ সালে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই ছক্কা মেরে মুশফিক জয় উপহার দিয়েছিলেন দেশকে। যদিও সেটা ছিল টি-২০ ম্যাচ। তার দল পরিচালনায় গত তিন বছরে দলের সাফল্যের গ্রাফ উপরের দিকেই। যদিও গত নয়মাস হারের বৃত্তেই ঘুরপাক খেয়েছেন। হারের স্বাদ নিয়েছেন আনকোরা আফগানিস্তান ও হংকংয়ের কাছে। সব মিলিয়ে ওয়ানডেতে টানা ১২ হার। তবে টেস্টে ভালোই করেছেন। তার অধিনায়কত্বে যে চারটি টেস্ট খেলেছে টাইগাররা, তাতে তিনটি হারলেও ড্র ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে ১৬ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় একটি, হার ১০টি এবং ড্র ৫টি। ৩৭ ওয়ানডেতে জয় ১১টি এবং হার ২৪টি। দল পরিচালনায় যেমনই হউন না কেন, ৪০ টেস্ট ক্যারিয়ারে তিন সেঞ্চুরির দুটিই অধিনায়ক হিসেবে। যার একটি আবার ২০০ রানের ইনিংস। গলে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন। সর্বশেষ ১১৬ রানের ইনিংস, সেন্ট ভিনসেন্টে ক্যারিবীয়দের বিপক্ষে। অধিনায়ক হিসেবে ১৬ টেস্টে তার স্কোর ১১৫৭।
২০০০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৫ টেস্ট খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১৮ টেস্টে নেতৃত্ব দেন হাবিবুল বাশার। বাংলাদেশের প্রথম জয় তার নেতৃত্বেই, ২০০৪ সালে। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ৭ টেস্টের হেরেছেন সবগুলোতেই। খালেদ মাসুদ পাইলট ১২ টেস্ট ও খালেদ মাহমুদ সুজন ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে হেরেছে সবগুলো। মোহাম্মদ আশরাফুল ১০ টেস্টে অধিনায়ক হয়ে ড্র করেছেন মাত্র একটি। মাশরাফি এক টেস্টে নেতৃত্ব দিয়ে সফল শতভাগ। তবে ওই টেস্টে মাত্র ৬.৫ ওভার বোলিং করেছিলেন মাশরাফি। ম্যাচের বাকিটা সময় পরিচালনা করেন সাকিব। সাকিব নেতৃত্ব দেন ৯ টেস্টে। জয় একটি।
২৮৯টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ৮০টিতে। সবচেয়ে বেশি ৬৯ ম্যাচের অধিনায়ক বাশার। ২৯ জয়ের বিপক্ষে হার ৪০টি। ওয়ানডে অধিনায়ক হওয়ার রেসে সবার আগে থাকা মাশরাফি ইনচেন এশিয়াডে যাচ্ছেন বাংলাদেশের দলনায়ক হয়ে।
শিরোনাম
- ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দেন হিলারি
- রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই: ট্রাম্প
- স্ত্রী মেলানিয়ার চিঠি পুতিনকে দিলেন ট্রাম্প
- পুতিনের সঙ্গে কেন চুক্তি হয়নি, জানালেন ট্রাম্প
- আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান (ভিডিও)
- ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ
- উত্তর সাইপ্রাস সফরের জেরে তুরস্কে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূতের পদত্যাগ
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
জিম্বাবুয়ে সিরিজেই দুই অধিনায়ক!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর