বিশ্বের সবচেয়ে পুরনো কন্টিনেন্টাল কাপ দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা। এরপর এশিয়ান কাপ। ১৯৫৬ সালে শুরু এশিয়ার বিশ্বকাপ 'এশিয়া কাপ'। অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে মহাদেশের শীর্ষ ১৬টি দল নিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। আজ উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও কুয়েত। দলগুলোর মধ্যে এবারই প্রথম অংশ নিচ্ছে যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইন। টুর্নামেন্টের ফাইনাল ৩১ জানুয়ারি, সিডনিতে। ২৬ জানুয়ারি প্রথম সেমিফাইনাল সিডনি এবং ২৭ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল নিউক্যাসলে। কোয়ার্টার ফাইনাল চারটি ২২ ও ২৩ জানুয়ারি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ৩০ জানুয়ারি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন জাপান। দলটি ২০১১ সালে দোহায় অতিরিক্ত সময়ের গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। গত ১৫ আসরে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান (১৯৯২, ২০০০, ২০০৪ ও ২০১১)। তিনবার করে শিরোপা জিতেছে সৌদি আরব (১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯৬) ও ইরান (১৯৬৮, ১৯৭২ ও ১৯৭৬)। দক্ষিণ কোরিয়া দুইবার (১৯৫৬, ১৯৬০) এবং একবার করে জিতেছে ইসরাইল (১৯৬৪), কুয়েত(১৯৮০) ও ইরাক (২০০৭)।
উল্লেখ্য বাছাই পূর্ব থেকে বিদায় নেওয়াতে বাংলাদেশ এশিয়ানকাপে খেলার সুযোগ হারিয়েছে।
গ্রুপিং
'এ': অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কুয়েত ও ওমান।
'বি': চীন, উত্তর কোরিয়া, সৌদি আরব ও উজবেকিস্তান।
'সি': বাহরাইন, ইরান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।
'ডি': ইরাক, জাপান, জর্দান ও প্যালেস্টাইন।