নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার রুবেল হোসেন এখন কারাগারে। আজ-কালের মধ্যে জামিন নেওয়ার চেষ্টা করবেন তার আইনজীবীরা। হয়তো বের হয়েও আসবেন কারাগার থেকে। কিন্তু তার গ্রেফতার নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে। দেশ ও দেশের বাইরের মিডিয়াগুলোও গুরুত্বের সঙ্গে প্রচার করেছে সংবাদটি। ডান হাতি পেসার যখনই গ্রেফতার হয়েছেন, তখনই জন্ম নিয়েছে শঙ্কার। সংশয়ের সৃষ্টি হয়েছে তার বিশ্বকাপ খেলা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইঙ্গিত দিয়েছে, যদি ২৪ জানুয়ারির মধ্যে পাওয়া না যায় ডান হাতি পেসারকে, তাহলে নতুন পথে হাঁটবে। নতুন কাউকে নেওয়া হবে তার জায়গায়। এর মধ্যেই ওঠে এসেছে শফিউল ইসলাম সুহাশের নাম। অবশ্য বিসিবির স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শফিউল। এখন কথা হচ্ছে, ক্রিকেট মহাযজ্ঞ বিশ্বকাপকে সামনে রেখে যে পেস অ্যাটাক সাজানো হয়েছে, সেটা প্রতিপক্ষকে ঘায়েল করতে, দুমড়ে-মুচড়ে দিতে কতটা প্রস্তুত। ২০১৪ সালের পারফরম্যান্স কতটা প্রশস্তি গাইছে তাদের পক্ষে? বোলিং কোচ হিথ স্ট্রিক অবশ্য আত্মবিশ্বাসী পেসারদের নিয়ে।
১৪ ফেব্রুয়ারি শুরু ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জমকালো আসরটির। ১১ নম্বর আসরটির জন্য নির্ধারিত সময়ের আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নির্বাচকরা চূড়ান্ত স্কোয়াডে জায়গা দিয়েছেন চার পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল আমিন ও তাসকিন আহমেদ। স্ট্যান্ডবাই হিসেবে পঞ্চম পেসার শফিউল ইসলাম। মজার বিষয়, চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া মাশরাফি ও রুবেলের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে রুবেলের। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে কারাগারে থাকায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে না যাওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও ৫৩ ওয়ানডে ক্যারিয়ারের রুবেলের ফর্ম খুব বেশি ভালো, সেটা বলা যায় না। গত বছর রুবেল ১০ ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন মাত্র ৮টি এবং সেরা বোলিং শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ রানে ৩টি। গত এক বছর কাঁধের ইনজুরিতে ভুগেছেন এ ডান হাতি পেসার।
দলনায়ক মাশরাফি এবার তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায়। ২০০৩ সালে প্রথম বিশ্বকাপ খেলেন দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে গুঁড়িয়ে দেন দুর্দান্ত বোলিংয়ে। ২০১১ সালে ইনজুরির জন্য খেলতে পারেননি ঘরের মাটিতে বিশ্বকাপ। তখন মনে হয়েছিল ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হবে এই দেশসেরা বোলারকে। কিন্তু অদম্য মানসিকতার মাশরাফি ফিরেছেন ক্রিকেটে। ফিরেছেন দাপটের সঙ্গে এবং চার বছর পর বিশ্বকাপে দেশকে নেতৃত্বও দেবেন। ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে এখন অনেক বেশি শাণিত এবং ক্ষুরধার। ১৪৪ ওয়ানডে খেলা মাশরাফি গত এক বছরে খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৮টি। বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ। ফর্মে থাকলেও ইনজুরিতে পড়ার সংশয় থেকেই যায় তাকে নিয়ে।
আরেক পেসার আল আমিন। যার কোনো সুযোগ ছিল না বিশ্বকাপ খেলার। কিন্তু বোর্ড সভাপতির হস্তক্ষেপে সুযোগ পান স্কোয়াডে। সুযোগ পেলেও অবৈধ বোলিং অ্যাকশনের নিষিদ্ধ হয়েছিলেন। বোলিং অ্যাকশন শুধরে ফিরলেও হারিয়ে ফেলেছেন ফর্ম। ফর্ম হারানোয় জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২টি ওয়ানডে খেলেছেন আল আমিন। উইকেট পেয়েছেন মাত্র একটি। তবে গত মৌসুমটা খুব খারাপ কাটেনি ডান হাতি পেসারের। ২০১৪ সালে ১১ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ১৭টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন দুর্দান্ত। ৩ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। চার পেসারের মধ্যে একমাত্র আল আমিনেরই কোনো ইনজুরি নেই। মাশরাফির পর দেশের ভবিষ্যৎ ধরা হয় তাসকিন আহমেদকে। ভারতের বিপক্ষে দুরন্ত সূচনা ছিল এই দীর্ঘদেহী পেসারের। ৩ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৭টি। যার একটিতে ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচও খেলেছিলেন। কিন্তু সাইড স্ট্রেন্থ ইনজুরিতে ফিরে আসেন দেশে। ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে ফেরেন বিশ্বকাপ স্কোয়াডে।
বিশ্বকাপে বাংলাদেশের পেস অ্যাটাক হচ্ছে এ রকম। যাদের সবাই কোনো না কোনো ছোট ইনজুরি বহন করছেন। বিসিবির ডাক্তার দেবাশীষ অবশ্য বলেছেন, ‘এমন ছোটখাটো ইনজুরি থাকেই। আমাদের পেসারদের ইজুরি নেই এখন। সবাই ফিটনেস পরীক্ষা দিয়েই খেলছেন।’ পেস অ্যাটাক নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনা করেই আমরা চার পেসার নিয়েছি। সেখানকার উইকেটে বাউন্স থাকে, মুভমেন্ট থাকে। আশা করি আমাদের পেসাররা প্রস্তুত ভালো করার জন্য।’
নিজে বিশ্বকাপ খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। তাই খুব ভালো করে জানেন, সেখানকার উইকেটে সফল হতে হলে কী করতে হবে। বাংলাদেশের বোলারদের নিয়ে সেই কাজই শুরু করবেন দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। স্ট্রিক বাংলাদেশ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট, ‘দল ব্যালেন্সড।’ পেস অ্যাটাক নিয়ে বলেন, ‘বাংলাদেশের বোলিং বিভাগে বৈচিত্র্য রয়েছে। কারও গতি রয়েছে। কারও সুইং বেশি। সব মিলিয়ে আমি সন্তুষ্ট পেসারদের নিয়ে। তবে বিশ্বকাপে সফল হতে হলে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সেটাই গুরুত্বপূর্ণ।’
শিরোনাম
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
- 'মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব'
- ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা
- গুলশানে চাঁদাবাজি : কেন্দ্রীয় নেতাদের কেউ জড়িত কিনা জানতে তদন্ত চলছে
- রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর
- জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
- মার্কিন শুল্কহার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক : আমীর খসরু
- ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের তদন্ত চলছে : ডিএমপি
- আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
- বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত: তাসকিন
- সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের ৬ নির্দেশনা
- জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী
২০১৪ সালের পারফরম্যান্স
পেস অ্যাটাক কতটা প্রস্তুত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর