এশিয়ান কাপে শিরোপা প্রত্যাশীর তালিকায় ইরানের নাম ছিল সবার উপরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইরাকের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ইরানিরা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপানও। গতকাল শেষ আটে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ইরাকের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে সরদার আজমুনের গোলে এগিয়ে গিয়েছিল ইরান। ৫৬ মিনিটে গোল করে ইয়াসিন ইরাককে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে খেলতে নেমে ইউনিস মাহমুদ ও দুর্ঘাম ইসমাইল ইরাকের পক্ষে দুটি গোল করেন। ইরানের পক্ষে গোল করেন মোরতেজা ও গুচানেজাদ। ৩-৩ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নির্ধারিত ৫টি করে শটে ৪-৪ সমতায় থাকে দুই দল। এরপর 'সাডেন ডেথ' নিয়মে ইরাক ম্যাচ জেতে ৭-৬ ব্যবধানে।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন জাপানকে অবিশ্বাস্যভাবে বিদায় করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচের সপ্তম মিনিটেই আলী আহমেদের গোলে এগিয়ে যায় আরবরা। তবে ম্যাচের ৮১ মিনিটে শিবাসাকির গোলে সমতায় ফিরে জাপান। অতিরিক্ত সময়ে দুই পক্ষ আর কোনো গোল করতে পারেনি। টাইব্রেকারে জাপানকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত।