বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার করে এখন দেশে তামিম ইকবাল। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি এই বাঁ হাতি ওপেনার। সুস্থতা ফেরাতে মরিয়া তামিম রিহ্যাব করছেন এবং ফ্রন্ট ফুটে ব্যাটিং করছেন। বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে আজ ব্রিসবেন যাচ্ছেন না তামিম। তিনি যাবেন কাল সকালে। ব্রিসবেন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন ২৯ জানুয়ারি।
মেলবোর্নে বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার করেন ডা. ডেভিড ইয়াংয়ের কাছে। অস্ত্রোপচার শেষে প্রায় ১০ দিন সেখানে অবস্থান করেন। এরপর ফিরে আসেন দেশে এবং যোগ দেন ক্যাম্পে। কিন্তু পুরোদমে অনুশীলন শুরু করেননি। ডাক্তারের পরামর্শ মেনে অনুশীলন করছেন। কাল তাকে নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। মিরপুর ইনডোর স্টেডিয়াম-সংলগ্ন মাঠে তামিমের টেকনিকগুলো শোধরে দিচ্ছিলেন কোচ। তামিম বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হবেন কি-না, এখনো সন্দেহ রয়ে গেছে। কোচ তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে চাইছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে কোচ বলেছেন, যদি শতভাগ ফিট না থাকেন, তাহলে তামিমকে খেলানো হবে না।