ওমানের কাছে হারের ক্ষত এখনো দগদগে। পেনাল্টি শ্যুট আউটে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে হেরে ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। সেমিতে না খেলার কষ্ট কাল কিছুটা হলেও লাঘব হয়েছে রাসেল মাহমুদ জিমি, কৃষ্ণাদের। স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে কৃষ্ণাদের পঞ্চম হওয়ার পথ খুলে গেল অনেকটাই।
তবে ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে এই জয়ে। পঞ্চম স্থানের জন্য প্রতিপক্ষ ইউক্রেনের বিপক্ষে কাল খেলবে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেন ৪-২ গোলে হারিয়েছে মেক্সিকোকে। কাল সিঙ্গাপুরের বিপক্ষে ১৩ মিনিটে দেশকে এগিয়ে নেন সিতুল ফারহাদ। ২৯ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন জুবায়ের হাসান নিলয়। ৩৪ মিনিটে তৃতীয় গোল করেন মাইনুল ইসলাম কৌশিক।