শুরুতেই ধাক্কা! ৯৩ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলা দেখতে আসা দর্শকরা তখনো জানত না কী ঘটতে চলেছে। ষষ্ঠ উইকেটে এসে লুক রঞ্চি ও গ্রান্ট ইলিয়ট সৃষ্টি করলেন বিশ্বরেকর্ড। ১৮০ বলে অপরাজিত ২৬৭ রানের সাইক্লোন জুটি গড়ে নিউজিল্যান্ডকে পেঁৗছে দেন রানের পাহাড়ে। দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি আদায় করে নেন। নিউজিল্যান্ড পায় ৩৬০ রানের স্কোর। আর এভারেস্টসম টার্গেট তাড়া করতে নেমে সহজেই হেরে যায় শ্রীলঙ্কা। ১০৮ রানের এই জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
মাত্র ৯৯ বল খেলে অপরাজিত ১৭০ রান করেন রঞ্চি। ১৪টি বাউন্ডারির সঙ্গে ৯টি বিশাল ছক্কা। ইলিয়ট খেলেছেন হার না মানা ১০৪ রানের ইনিংস। ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা। কালকের ম্যাচে সেঞ্চুরি করেছেন লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশানও। তিনি ১০৬ বল থেকে করেন ১১৬ রান। তবে সতীর্থদের ব্যর্থতায় তার সেঞ্চুরিটি বৃথাই গেছে। অবশ্য প্রথম ইনিংসের পরই ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়েছিল লঙ্কানরা। তার পরও ব্যাটিংয়ে তাদের শুরুটা ছিল আশাজাগানিয়া। উদ্বোধনী জুটিতেই আসে ৯৩ রান। তবে এরপর আর কোনো জুটিই বড় হয়নি। তাই ২৫২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।