অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের তারকা ভেনাস উইলিয়ামস। তিনি তৃতীয় রাউন্ডে হারিয়েছেন কামিলা গিওরগিকে।
৭টি গ্ল্যান্ড স্লাম জয়ী ভেনাসের বিপক্ষে সুবিধা করতে পারেননি কামিলা। ইতালিয়ান তারকাকে ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হারিয়েছেন ভেনাস। পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন পোলিশ তারকা আগনিয়েস্কা রাদওয়ানাস্কার।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/আহমেদ