ট্রেনিং সেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রাশিয়ার প্রতিশ্রুতিশীল নারী টেনিস খেলোয়াড় ভিওলেতা দেজতিরেভা। তার খেলার স্টাইল আর ফ্যাশন দেখে অনেকেই তাকে নাম দিয়েছিলেন 'নতুন আনা কুর্নিকোভা'। দেশের সংবাদমাধ্যমও তাকে নতুন কুরনিকোভা হিসাবে পরিচয় করিয়ে দিত। কিন্তু সব স্বপ্ন নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল।
মাত্র ২৩ বছর বয়সেই মারা গেলেন ভিওলেতা। দেশের বেশ কযেকটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ভিওলেতা খবরে আসেন তুর্কিতে আইটিএফ-তুরিনিয়ারের কোয়ার্টার ফাইনালে উঠে। তখনই রাশিয়ার বেশ কয়কেটি সংবাদমাধ্যমে লেখা হয়, 'তৈরি হয়ে নিন, নতুন কুর্নিকোভা জন্ম নিয়েছেন'।
ভিওলেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টেনিস বিশ্বে। অস্ট্রেলিয়ান ওপেনের মাঝে এই খবরে বেশ কয়েকজন টেনিস তারকা শোক প্রকাশ করেছেন। তবে ভিওলেতা মাঠে মারা গিয়েছেন নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/আহমেদ