বিশ্বকাপের পরপরই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। বাংলাদেশে সম্ভাব্য এই সফরকাল হবে ১০ এপ্রিল থেকে ৭ মের মধ্যে। তবে এই সফরসূচি চূড়ান্ত করার আগে কিছু শর্ত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসব শর্ত মেনে নিলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে।
শর্তসমূহ হলো- প্রস্তাবিত সিরিজ থেকে অর্জিত অর্থের ৫০ শতাংশ তাদেরকে দিতে হবে। তাছাড়া অনূর্ধ্ব ১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে।
শুধু মৌখিক আশ্বাস নয়, লিখিত চুক্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। শুক্রবার এ বিষয়ে পিসিবির গভর্নিং বডি একমত হয়েছে বলে ক্রিকইনফোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরব আমিরাতে আইসিসির সভায় এ বিষয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন তারা।
এফটিপির আওতায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ধারিত হবে। এক্ষেত্রে দুই বোর্ডের ঐক্যমত্যের উপরই নির্ভর করবে সিরিজের ভাগ্য। ২০১১ সালের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয়নি।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব