বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার শেষে এখনো পুরো সুস্থ নন তামিম ইকবাল। হালকা জ্বর রয়েছে গায়ে। পায়ে আরও একটি ইনজেকশন নেওয়া বাকি। তাই বাঁ হাতি এই ড্যাসিং ওপেনার বিশ্বকাপ মিশনে অংশ নিতে গতকাল রাতে দলের সঙ্গে যাননি। যেতে পারেন আজ সকালে। তামিম না গেলেও কাল রাতে ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি এবং বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। ক্রিকেট মহাযজ্ঞ শুরুর এত আগে যাওয়ার উদ্দেশ্য ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্প করে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। দলের সঙ্গে সাকিব আল হাসান যোগ দেবেন ২৬ জানুয়ারি।
এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এবার বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের ৯ জনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা তৃতীয় আসর খেলার দ্বারপ্রান্তে। প্রথমবার খেলবেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন, আরাফাত সানি, নাসির হোসেন, সাবি্বর রহমান রুম্মন ও মুমিনুল হক সৌরভ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। টিম ম্যানেজার সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। কোচিং প্যানেলের সদস্য চন্ডিকা হাতুরাসিংহে, হিথ স্ট্রিক ও রুয়ান কালপাগে। এবারই প্রথম যাচ্ছেন না নির্বাচক প্যানেলের কোনো সদস্য।
ক্রিকেট মহাযজ্ঞে মাশরাফিদের টার্গেট কোয়ার্টার ফাইনাল। টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, 'আমরা দেশবাসীর দোয়া নিয়ে যাচ্ছি। আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চাচ্ছি। কিন্তু কাজটা অনেক কঠিন। সে কাজটা করার জন্য আমরা ক্রিকেটাররা সবাই মরিয়া এবং প্রস্তুত। তবে আমাদের চিন্তা-ভাবনায় এখন শুধুই প্রথম ম্যাচ। প্রথম ম্যাচের ওপর নির্ভর করছে বিশ্বকাপের সাফল্য-ব্যর্থতা।' টিম ম্যানেজার খালেদ মাহমুদ ১৯৯৯ সালে বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন। পাকিস্তান ম্যাচে অবিশ্বাস্য জয়ের নায়কও তিনি। এবার যাচ্ছেন টিম ম্যানেজার হিসেবে। ক্রিকেটার ও ম্যানেজার-কর্তব্য অনেক, বললেন মাহমুদ, 'ক্রিকেটার এবং ম্যানেজার হিসেবে অনুভূতি একেবারেই ভিন্ন। খেলোয়াড় হিসেবে চিন্তা থাকে কীভাবে পারফর্ম করব এবং কীভাবে দলের জয় ছিনিয়ে আনব। ম্যানেজার হিসেবে সবকিছু দেখভাল করতে হয়। অবশ্য ম্যানেজার আমি আগেও ছিলাম জাতীয় দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যানেজার ছিলাম। তাই আমি জানি কী করতে হবে।'
ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ১ ও ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচ দুটি হবে দিনের আলোয় অ্যালান বোর্ডার ওভালে। তামিম ক্যাম্পে যোগ দেবেন ২৮ জানুয়ারি। এর আগে তিনি মেলবোর্নে ডা. ডেভিড ইয়াংয়ের কাছে একটি ইনজেকশন নেবেন। বিশ্বকাপ শুরুর আগে ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। বিশ্বকাপ মিশনে গ্রুপ 'এ'তে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান, ভেন্যু ক্যানবেরা। বাংলাদেশের খেলাগুলো : ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে শ্রীলঙ্কা, ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ড, ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ড এবং ১৩ মার্চ হ্যামিল্টনে প্রতিপক্ষ আরেক স্বাগতিক নিউজিল্যান্ড।