বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু হয়েছে ১০০ দিন আগে। বিশ্বকাপ জ্বরে পুড়ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের উৎসাহ জোগাতে বিসিবি আয়োজন করেছে তিনদিনব্যাপী কনসার্টের। 'এগিয়ে যাও বাংলাদেশ' শ্লোগানের প্রথম কনসার্টটি কাল হয়েছে খুলনায়। আজ চট্টগ্রামে এবং কাল ঢাকায়। পুরো দেশকে এক সুতোয় গাঁথতে বিসিবির এই আয়োজন। পুরো দেশ যখন বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে, তখন মাশরাফিরাও নিজেদের প্রস্তুত করে নিবেন বিশ্বকাপের মূল মঞ্চে নামতে। মূল মঞ্চে নামার আগে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ গা গরমের ম্যাচটি খেলতে নামছে টাইগাররা। খেলা হবে সিডনির ব্ল্যাক টাউন ওভাল স্টেডিয়ামে।
ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়ে ক্রিকেটাররা। দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে ব্রিসবেনে। ক্যাম্প চলাকালীন দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেয় মাশরাফিরা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচ দুটি হেরেছে ৫ ও ৬ উইকেটে। ব্রিসবেনের অভিজ্ঞতা নিয়ে ক্রিকেট দল মুখোমুখি হয় আইসিসির গা গরমের ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ২৪৬ রান তুলে হেরে যায় ৩ উইকেটে। ম্যাচে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া রান করেন সাকিব। বাকি কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। তিন তিনটি প্রস্তুতি ম্যাচে হার : এমন অভিজ্ঞতা নিয়েই আজ আইরিশদের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে নামছেন মাশরাফিরা। কাল জিততে চান টাইগার অধিনায়ক, 'প্রস্তুতি ম্যাচ খেলে আমরা নিজেদের প্রস্তুত করে নিচ্ছি। মানিয়ে নিচ্ছি কন্ডিশনের সঙ্গে। আমি মনে করি বিশ্বকাপের জন্য এখন আমরা পুরোপুরি প্রস্তুত। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আমরা শেষ প্রস্তুতি ম্যাচে হারাতে চাই আয়ারল্যান্ডকে।'
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরের দিন বিরতি ছিল। তারপরও ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, তাইজুল ইসলাম ও আল-আমিন। কাল অবশ্য সব ক্রিকেটারই অনুশীলন করেছেন। সিডনি থেকে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন,' ক্রিকেটাররা সবাই মানসিক ও শারীরিকভাবে ফিট। সবাই ভালো অনুশীলন করছেন। আমার মনে হয় বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা পুরোপুরি প্রস্তুত।' ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। যেখানে রয়েছে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম খেলা ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে শ্রীলঙ্কা, ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ড, ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ড ও ১৩ মার্চ হ্যামিল্টনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
প্রস্তুতি ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা চেষ্টা করছেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। পেসাররাও ভালো বোলিং করছেন। কিন্তু পুরোপুরি ব্যর্থ স্পিনাররা। অথচ এই স্পিনই বাংলাদেশের বোলিংয়ের মূল ভরসা। তিন বাঁ হাতি স্পিনারের অন্যতম সাকিবও লড়াই করছেন নিজেকে ফিরে পেতে। দলের অন্যান্য ক্রিকেটারের আগে অস্ট্রেলিয়া যান সাকিব। বিগ ব্যাশ টুর্নামেন্টে অংশ নেন বিশ্ব সেরা অলরাউন্ডার। অপর দুই বাঁ হাতি স্পিনারের মধ্যে ম্যাচ তিনটি খেলেছেন আরাফাত সানি। অথচ ফর্মে ফিরতে নিজের সঙ্গে লড়াই করছেন আরাফাত। মাঠেই নামা হয়নি তাইজুলের। তবে ভালো বোলিং করছেন অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। যদি দলে তার পরিচয় ব্যাটসম্যান। চার পেসারের মধ্যে আল-আমিন একটি ম্যাচ খেলেছেন। দুর্দান্ত বোলিং করছেন রুবেল হোসেন। ভালো বোলিং করছেন মাশরাফিও।
প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়েই ক্রিকেট মহাযজ্ঞে নামবে বাংলাদেশ। আজ প্রস্তুতি ম্যাচ কাল ক্যানবেরা রওনা দিবেন মাশরাফিরা। সেখানে আইসিসির অফিশিয়াল ডিনারে অংশ নিবেন ক্রিকেটাররা।