ইনস্টাগ্রামে অবশেষে আসছে ‘রিপোস্ট ফিচার’। এর মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুর ছবি সরাসরি শেয়ার করতে পারবেন।
অন্যান্য সামাজিক মধ্যমগুলোতে বহুদিন ধরেই এ ফিচারটি ছিল। এবার প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে যোগ হচ্ছে রিপোস্ট অপশন। ফিচারটিতে এখন কিছু সীমাবদ্ধতা থাকছে। যেমন যে ছবিটি রিপোস্ট করা হবে তা ব্যবহারকারীর প্রোফাইলের মূল গ্রিডে দেখা যাবে না বরং আলাদা একটি ‘রিপোস্ট’ ট্যাবে থাকবে। তবুও এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা পাবলিক রিল বা পোস্ট সহজেই অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং সেই রিপোস্ট বন্ধুর ফিডেও দেখা যেতে পারে।
টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে এরইমধ্যে থাকা আরেকটি জনপ্রিয় ফিচার ধার করছে ইনস্টাগ্রাম। রিলসের ধারণা টিকটকের কাছ থেকে নেওয়ার পর এবার ইনস্টাগ্রাম বন্ধুদের ফিড নামে আরেকটি ট্যাব চালু করছে, যেখানে ব্যবহারকারীরা তার বন্ধু তালিকায় থাকা অ্যাকাউন্টের রিল দেখতে পাবেন। এটি টিকটকের মতোই একটি ফিড যা শুধু পরিচিত মানুষদের কনটেন্ট দেখার সুযোগ করে দেবে।
ট্যাবটিতে বন্ধুদের লাইক বা কমেন্ট করা রিলস ও পোস্টও দেখানো হবে। তবে ব্যবহারকারী চাইলে নিজেদের লাইক-কমেন্ট ওই ফিডে দেখানোর ফিচারটি বন্ধ করে দিতে পারবেন এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির লাইক বা কমেন্ট করা মিউট করতে পারবেন।
২০২০ সালে টিকটকের জনপ্রিয়তা বাড়তে থাকায় ইনস্টাগ্রাম রিলস চালু করে। প্ল্যাটর্মটির অন্যান্য সামাজিক মাধ্যম থেকে ধার নেওয়া একাধিক ফিচাররের মধ্যে এই রিলস ছিল একটি। এরপর থেকে রিলস দারুণ জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে যখন কয়েকটি দেশে টিকটক নিষিদ্ধ হতে শুরু করে। সাম্প্রতিক পরিবর্তনগুলোর লক্ষ্য ইনস্টাগ্রামের ফিডে এমন কনটেন্ট দেখানো, যেগুলোর প্রতি মানুষের আসলেই আগ্রহ রয়েছে।
গত কয়েক বছর ধরে ইনস্টাগ্রামের নিউজফিড নিয়ে সমালোচনার মুখে পড়েছিল কোম্পানিটি। তাই তারা বিভিন্ন কৌশলে সেই সমালোচনার জবাব দিতে শুরু করে, যেমন রাজনৈতিক কনটেন্টকে কম গুরুত্ব দিয়ে বন্ধুদের পোস্টকে অগ্রাধিকার দেওয়া। এই পরিবর্তনগুলো আপাতত যুক্তরাষ্ট্রে চালু হয়েছে তবে ইনস্টাগ্রাম বলছে, বিশ্বব্যাপী ধাপে ধাপে এগুলো চালু করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ