বিশ্বকাপ জ্বরে পুড়ছে ক্রিকেটবিশ্ব। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা অধীর অপেক্ষায় ক্রিকেট মহাযজ্ঞের। বাংলাদেশ, ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আফগানিস্তান এক গ্রুপে এবং অন্য গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রিকেট উন্মাদনায় পৃথিবীর অপরাপর দেশগুলোর চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। ক্রিকেটারদের সাফল্য কামনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরমধ্যেই চালু করেছে স্বাক্ষর কর্মসূচি। যা পুরো দেশের ৬৪টি জেলায় চলবে একযোগে। এছাড়াও 'এগিয়ে যাও বাংলাদেশ' স্লোগানে খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় তিনটি কনসার্টের আয়োজন করেছে বিসিবি। গতকাল খুলনায় প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং কাল মিরপুরে। বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে ১৯৯৯ সাল থেকে। এবার নিয়ে টানা পঞ্চমবার খেলছে টাইগাররা। ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল স্কটল্যান্ডকেও। এবার স্কটিশদের সঙ্গে খেলা রয়েছে টাইগারদের। ২০০৩ সালে কোনো ম্যাচ জিততে পারেনি। ২০০৭ সালে ভারতকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছিল সুপার এইটে। হারিয়েছিল ভারত, বার্মুডা ও দক্ষিণ আফ্রিকাকে। ২০১১ সালে ঘরের মাঠেও কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। এবার সেই স্বপ্ন নিয়ে মাশরাফিরা বিশ্বকাপ খেলতে গেছেন।