২০০৭ বিশ্বকাপ থেকেই আমরা বিশ্বকাপে তিনটি করে জয় পাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। কিন্তু ২০১১ সালে ঘরের মাঠে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারিনি। কারণ দুটি ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) আমরা খুবই বাজে খেলেছি। তাই এবার আমাদের লক্ষ্য থাকবে হারলেও যাতে ব্যাটিংয়ে অন্তত ২৩০-২৫০ রান করতে পারি।
দল গঠন নিয়ে অনেকে বলে থাকেন কেন ৯ জন নতুন খেলোয়াড় বাছাই করেছি? আসলে এই দলে ৪-৫ জন ক্রিকেটার রয়েছেন, যারা ১০০-এর অধিক ম্যাচ খেলেছেন। আবার ৩-৪ জন গত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করছেন। আর যাদের নতুন মনে হচ্ছে তারা কিন্তু সবাই ঘরোয়া লিগে পরীক্ষিত ক্রিকেটার। সৌম্য সরকারের কথা চিন্তা করেন, সে তো জাতীয় দলে মাত্র একটা ম্যাচ খেলেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো করছে। কারণ আমাদের মনে হয়েছে, সে বাউন্সি উইকেটে ভালো করবে। দুটি প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় অনেকে হয়তো হতাশ! প্রস্তুতি ম্যাচে হারটা কোনো বড় বিষয় নয়। যদিও জিতলে আত্মবিশ্বাস বাড়ে।