আমি ক্রিকেট বোদ্ধা নই, তবে ক্রিকেট পাগল। ক্রিকেট একসঙ্গে সবাইকে হাসায়, আবার একসঙ্গে কাঁদাতেও পারে। দল-মত নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে আসে ক্রিকেট। আমার মনে আছে, বাংলাদেশ ইংল্যান্ডের কার্ডিফে যে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় তখন আমি শুটিংয়ের জন্য সুইজারল্যান্ডে ছিলাম। ওই ম্যাচের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার সুমন। যখন আমরা শুনলাম যে বাংলাদেশ জিতেছে তখন সবাই শুটিং বাদ দিয়ে একসঙ্গে চিৎকার করেছিলাম। সেটা সত্যিই আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। ক্রিকেটের সঙ্গে শোবিজের অনেক মিল আছে, এখানেও পুরো জাতি এক হয়ে যায়। বাংলাদেশ খেললে আমরা শুটিং বন্ধ করে খেলা উপভোগ করি। আমি আশাবাদী, এবারের বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। ক্রিকেটারদের সঙ্গে পুরো দেশ আছে। এখন আমরা জিতলে অনেকেই বলেন আপসেট হয়েছে। একসময় এমন হবে, বাংলাদেশই ফেবারিট হিসেবে খেলতে যাবে। আমরা স্বপ্ন দেখি, বিশ্বকাপে বাংলাদেশ অনেকদূর যাবে। আমাদের এ স্বপ্ন পূরণের জন্য ১১ জন ক্রিকেটারকে নিজেদের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। তাহলেই আমরা হাসতে পারব।