আমাদের জন্য এবারের বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পঞ্চম বিশ্বকাপ। পঞ্চমবার খেলতে এসেই কিন্তু শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় করেছিল। আমাদেরও এখন নতুন করে ভাবতে হবে। ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে ক্রমান্বয়ে উন্নতি করেছি আমরা। আশা করি এবারও ভালো করবে বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপটা অন্যগুলোর চেয়ে বেশ কঠিন হবে। কন্ডিশন আমাদের প্রতিকূলে। তাছাড়া দলের পারফরম্যান্সও ধারাবাহিক নয়। সব মিলিয়েই এবারের বিশ্বকাপটা কঠিন। আশা করি আমাদের ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্স দেবে বিশ্বকাপে। সবাই একসঙ্গে ভালো পারফর্ম করতে পারলে দলও ভালো করবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। সেই সঙ্গে ধরে রাখতে হবে ফিটনেসও।