বিশ্বকাপে মাঠে নামার আগে জারিমানা গুনতে হচ্ছে পাকিস্তানের ৮ ক্রিকেটারের। ডিনার করে হোটেলে ফিরতে দেরি হওয়ায় এই জরিমানা করেছে পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমা।
জানা যায়, বিশ্বকাপে মিসবাহ উল হকদের শৃঙ্খলারক্ষার জন্য ‘কারফিউ’ জারি করেছেন পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমা। রবিবার অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯২-এর চ্যাম্পিয়নরা। কিন্তু তার আগেই ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করে বিতর্কে ঢুকে পড়লেন আফ্রিদিরা।
পাক দলের সূত্রের খবর, আফ্রিদি ও ওপেনার আহমেদ শেহজাদসহ আট পাক ক্রিকেটারের জরিমানা হয়েছে বাইরে ডিনার করে দেরিতে হোটেলে ফেরার জন্য। ৪৫ মিনিট দেরিতে হোটেলে ফেরায় আফ্রিদিদের ৩০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন পাক দলের ম্যানেজার সাবেক মিলিটারি ম্যান নাভেদ চিমা। একই ঘটনার পুনরাবৃত্তি হলে ‘কোর্ট মার্শাল’ হতে পারেন আফ্রিদিরা।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব