বুধবার রাতে কোপা দেল রের শেষ চারের প্রথম লিগে ভিয়ারিয়ালকে ৩-১ হারিয়েই জয় পেয়েছে লুইস এনরিকের বার্সেলোনা। কিন্তু এই টাইব্রেকারে শট নেওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফলে আরও একটি গোলের সুযোগ হাত ছাড়া হয় বার্সা। ম্যাচ শেষে মেসিকে না দিয়ে কেন নেইমারকে শট নিতে দেওয়া হলো সেটা নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে কোচ লুইস এনরিককে। তবে ব্যর্থতাকে আপাতত সাইডলাইনে রেখেই নতুন বিজ্ঞাপনের শ্যুটিং সারলেন নেইমার।
বিখ্যাত চশমা প্রস্তুতকারক সংস্থা ‘পুলিশ’-এর নতুন অপটিক্যাল রেঞ্জে তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছে। নতুন এই বিজ্ঞাপনের জন্য নানান ডিজাইনের চশমা পরতে দেখা গেল নেইমারকে। নেইমারের নয়া লুকস এখনই সুপারহিট। বার্সার হয়ে পেনাল্টি মিস করলেও নেইমার পরের ম্যাচে গোল করবেন বলেই আশা করেন বার্সার সমর্থকরা। নেইমার গোল না-করলেও ভিয়ারিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র খেতাবি দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল এনরিকের ছেলেরা। এর আগে পুলিশের চশমা ডেভিড বেকহ্যামও পরেছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব