বিশ্বকাপে ৫ বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। কিন্তু মজার বিষয় হলো এই ৫ বারই হার এড়াতে পারেনি পাকিস্তান। তবে ভারতকে হারাতে না পারার আক্ষেপ এবার ঘুঁচবে বলে মনে করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খান।
সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘পাকিস্তানের তরুণ এই দলটির ভারতকে হারানোর সামর্থ্য রয়েছে। তারা এবার রেকর্ড ভাঙবে। অ্যাডিলেডেই তারা নতুন ইতিহাস রচনা করবে।’
তিনি বলেন, ‘আমি পাকিস্তান দলকে ইতোমধ্যে বিভিন্ন ধারণা দিয়ে এসেছি। প্রতিটি খেলোয়াড়কে মনে রাখতে হবে অস্ট্রেলিয়াতে খুব কঠিন ক্রিকেট খেলতে হয়। শুধু শারিরীকভাবে নয়, মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়ও রয়েছে এখানে। আমি বিশ্বাস করি সব ধরণের চাপকে নিয়ন্ত্রন করে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে নেবে পাকিস্তান।’
আগামিকাল শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে একাদশতম ক্রিকেট বিশ্বকাপের। পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এখন দেখার বিষয় পাকিস্তান তাদের হারের বৃত্ত থেকে বের হতে পারে কি না।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব