আগামীকাল থেকে শুরু হতে যাওয়া একাদশ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেলবোর্নের জাংসান ওভালে আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩০৮ রান করে। জয়ের জন্য ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে আরব আমিরাত।
টার্গেট বড় হলেও শুরুটা ভালোই হয় সংযুক্ত আরব আমিরাতের । প্রথম উইকেট জুটিতে ৬১ রান সংগ্রহ করেন আমজাদ আলী এবং অ্যান্ড্রি বেরেগনার। ৬.৫ ওভারে মীর ওয়াইছ আশরাফের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ রান করেন আমজাদ আলী।
আমিরাতের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪০ রান। ১৭.৩ ওভারে জাভেদ আহমেদির বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন অ্যান্ড্রি বেরেগনার। ইনিংসের ৩১.২ ওভারে আমিরাতের তৃতীয় উইকেটের পতন হয়। হামিদ হাসানের বলে আউট হওয়ার আগে খুরাম খানের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন কৃষ্ণ চন্দ্রন (৪৯)। ৩৯.৩ ওভারে দলীয় ২৩৪ রানে সাজঘরে ফেরেন স্বপ্নীল পাটিল (২৮)। পরের ওভারেই পাটিলের পথেই হাঁটেন করেন খুরাম খান (৮৬)। ৪২.৪ ওভারে আফতাব আলমের বলে আউট হন শামীম আনোয়ার (৩)। ৬ বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ নাভিদ (২)।
ইনিংসের ৪৭.৩ ওভারে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন আমজাদ জাভেদ। পরের বলেই আউট হন রোহান মোস্তফা (২৪)। পরের ওভারের দ্বিতীয় বলে সাকলাইন হায়দার (১) প্যাভিলিয়নে ফিরলে শেষ হয় আমিরাতের ইনিংস।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন সামিউল্লাহ সেনওয়ারি। এছাড়া নাজিবুল্লাহ ৪৬ রান, আশরাফ ৩৪ রান, আজগর ৩৩ রান, অধিনায়ক মোহাম্মদ নবী ৩০ রান করেন। আমিরাতের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আমজাদ জাভেদ। এছাড়া মোহাম্মদ নাভিদ ও কৃষ্ণ চন্দ্রন ২টি করে উইকেট নিয়েছেন। সূত্র ক্রিকইনফো
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ