অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির শান্ত ও ঠাণ্ডামস্তিষ্কের নেতৃত্বই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতার যে ধরনের গুণাবলী থাকা উচিত ধোনির সবই আছে। সদ্য মেয়ের বাবা হওয়া ধোনিকে নিয়ে এসব কথা বলেছেন ব্যাটিং লেজেন্ড শচীন টেন্ডুলকার। 'হেডলাইন্স টুডে'কে এক সাক্ষাৎকারে আজ কথাগুলো বলেন শচীন। খবর ইন্ডিয়া টুডে'র
সাক্ষাৎকারে শচীন বলেন, 'হ্যাঁ, আমি মনে করি ধোনি হচ্ছেন ওই ধরনের ব্যক্তিত্ব কারণ এই স্তরে প্রায় ১০ বছর ধরে তার প্রতিযোগিতা করার অভিজ্ঞতা রয়েছে এবং সে শান্ত ও ঠাণ্ডামস্তিষ্কের। আপনারা জানেন, এমনকি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে সে শান্ত ও ঠাণ্ডামস্তিষ্ক বজায় রাখে এবং এটাই আপনারা কোনো অধিনায়কের কাছ থেকে আশা করেন।'
শচীন আরো বলেন, 'একজন নেতার ভয় পাওয়া উচিত নয়। এ গুণটিই ধোনির আছে এবং আপনারা জানেন ভালো ফর্মে থাকার জন্য ও দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য কোনো অধিনায়কের জন্য এটা সমভাবে গুরুত্বপূর্ণ। শুধু একজন ব্যক্তিই বিশ্বকাপ জয় করতে পারে না। এজন্য পুরো দলের সমর্থন দরকার।'
এদিকে, বিশ্বকাপে ভারতীয় দলের সেনসেশন বিরাট কোহলির উপরও ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বলেও শচীন মনে করেন বলে সাক্ষাৎকারে জানান।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ