অ্যাডিলেডের তাপমাত্রা আজ কত? উত্তর, ৯৪ ডিগ্রি ফারেনহাইট বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উত্তরটা ভুল। আপনি গুগলে (সার্চ ইঞ্জিন) সার্চ দিয়ে দেখেন, বার বার ৯৪ ডিগ্রি ফারেনহাইটই দেখাবে। সত্যি কথা হচ্ছে, অ্যাডিলেডের তাপমাত্রা আজ ১০০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। কেননা আজ অ্যাডিলেডে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর 'ভারত-পাকিস্তান' ম্যাচ! যে ম্যাচটি নিয়ে ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। অ্যাডিলেড তো মহাজ্বরাক্রান্ত! তাই তাপমাত্রা আজ ৯৭-৯৮ এর নিচে থাকে কীভাবে?
পাক-ভারত ম্যাচের উন্মাদনা-উত্তেজনা কত বেশি তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়েছিল! যে ম্যাচ নিয়ে ক্রিকেট অভিভাবক আইসিসি ভীতি-সন্ত্রস্ত হয়ে আলাদা আইন করেছে, আয়োজকরাও আগেই ঘোষণা দিয়েছে '২০১৫ বিশ্বকাপের সেরা ম্যাচ'। পাক-ভারত ম্যাচে মাঠের লড়াই তো হবে মাত্র কয়েক ঘণ্টা, তার আগেই গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যেন যুদ্ধে নেমেছে! দুই দলের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা তো আছেই, কোথাও কোথাও হাতাহাতি পর্যন্ত হয়েছে। সাবেক-বর্তমান ক্রিকেটাররা নানা ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে হাজির টিভি টক শোতে। কেউবা এগিয়ে রাখছেন ভারতকে, কেউ পাকিস্তানকে।
ওয়ানডে ক্রিকেটের সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপের ইতিহাস বলে অন্য কথা! ওয়ানডে ক্রিকেটে দুই দলের দেখা হয়েছে ১২৬ বার। পাকিস্তানের ৭২ জয়, ভারতের বিজয় ৫০টি। সব শেষ দেখা, গত বছরের মার্চে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ভারতকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের প্রসঙ্গ আসলেই পরিস্থিতি পাল্টে যায়, যেখানে অপ্রতিদ্বন্দ্বী ভারত। ৫ বারের দেখায়, প্রতিবারই হেরেছে পাকিস্তান।
অবশ্য এসব ইতিহাস ঘেঁটে মন খারাপ করতে চান না মিসবাহ্-উল হক। তার সোজা সাপ্টা কথা, 'জিততে হবে'। সেটা যেভাবেই হোক না কেন! কিন্তু পাক অধিনায়ক খুব ভালো করেই জানেন, আজকের ম্যাচে ভারতের চেয়েও বড় প্রতিপক্ষ 'চাপ'। গতকাল অ্যাডিলেডে সংবাদ সম্মেলেনে মিসবাহ্ বলেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় অনেক বেশি চাপের। তাই খুব ভালো হয়, যদি আমরা খেলাটাকে উপভোগ করি। ফলাফল যাই হোক, ইতিবাচক হিসেবেই নেব।' 'ক্যাপ্টেন-কুল' নামে পরিচিত ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনিও এমন ম্যাচের আগে 'হট' হতে বাধ্য! তাছাড়া কদিন আগে ত্রি-দেশীয় সিরিজে টানা ব্যর্থতার যন্ত্রণাও ধোনিকে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে এগিয়ে যাওয়ার প্লাটফরম হিসেবে দেখছেন তিনি। ধোনি বলেন, 'সবার প্রত্যাশার কারণেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ অনেক বেশি চাপের। তবে এই ম্যাচেই আমরা ঘুড়ে দাঁড়াতে পারি। নিকট-অতীতের বাজে ঘটনাগুলোকে মুছে দিতে চাই পাকিস্তানকে হারিয়ে।'
ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতবে, এ বিষয়ে সরাসরি কেউ মন্তব্য করতে রাজি নন। তবে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মতে, কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত। দুই দলের পার্থক্যকে তিনি দেখিয়েছেন, ৫৫-৪৫ হিসেবে। ভারত অনেক আগে অস্ট্রেলিয়া গেছে বলেই দ্রাবিড় ধোনিদের একটু এগিয়ে রেখেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল হক মনে করেন, পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি। তবে দুই সাবেকই একটা জায়গায় একমত, জিততে হলে চাপকে সামলাতে হবে। এক্ষেত্রে অবশ্য দুই দলের ক্রিকেটাররা চার বছর আগে দেওয়া ইমরান খানের 'টোটকা' ব্যবহার করতে পারেন, 'ম্যাচের আগের রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে ক্রিকেটারদের!'